ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক দুই তিনের শব্দ-ছড়া-রবিউল হুসাইন

প্রকাশিত: ০৬:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

এক দুই তিনের শব্দ-ছড়া-রবিউল হুসাইন

॥ এক ॥ দু দু চি চি যা দু দু চি চি যা এ কী তা তো হা সে না যে সে হে হা হা কু বা কে ঢু ঢু হু হু জি তো তা ঐ এ কী সে যে যা না তা না না হা বা খা ঝিঁ ঝিঁ পু পু রে হি হি হা হা যে ধু ধু খা খা ভূ ঐ তো সু শা শু সে যে কে না কে তা না যা তা হে ॥ দুই ॥ পর নয় কেউ আর সারা দিন কেটে গেল গেল চলে দিন রাত তবু কেন শুরু হয় হয় রানি উৎ পাত আম জাম লিচু বেল বেল নিয়ে কাড়া কাড়ি তার পর গড়া গড়ি গড়ি ভাঙি ছাড়া ছাড়ি অব শেষে ইতি টানি টানি দড়ি যাই বাড়ি বাড়ি গিয়ে বলি ভাই ভাই সব দিই আড়ি তবু বলি এর পর পর নয় কেউ আর আর সব মিলে বলি বলি জোরে বার বার ॥ তিন ॥ সবার মাঝেই অনেক ভুবন আমার আবার নিজের খবর সবুজ গ্রামের গাছের ছায়ায় জীবন চালাই সবাই জবর আকাশ উদার সুনীল মায়ায়। মায়ের আদর বাবার চাপড় পাইনি কিছুই প্রীতির তেমন বিধির বিধান নিঠুর আঁচড় গরিব ঘরের মানুষ যেমন সবার মাঝেই অনেক ভুবন স্বপন সচল ভীষণ বাঁচার তেমনি করেই চলছে জীবন মনের ভিতর গভীর আশার
×