ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ মাঠে নামছে জনকণ্ঠ

প্রকাশিত: ০৬:৫১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

আজ মাঠে নামছে জনকণ্ঠ

স্পোর্টস রিপোর্টার ॥ মিনিস্টার ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে দৈনিক জনকণ্ঠ সকাল ১০টায়। তাদের প্রতিপক্ষ মানবজমিন। গত আসরে জনকণ্ঠ নকআউট পর্বে খেলেছিল বিধায় তারা এই আসরে প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়ে সরাসরি খেলবে দ্বিতীয় রাউন্ড থেকে। দ্বিতীয় রাউন্ডের প্রথমপর্বে বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে এনটিভি ১-০ গোলে এটিএন নিউজকে, চ্যানেল টুয়েন্টিফোর ২-০ গোলে সমকালকে, আমাদের সময় ১-০ গোলে চ্যানেল আইকে, আরটিভি ১-০ গোলে ফিনান্সিয়াল এক্সপ্রেসকে, ডেইলি স্টার ২-০ গোলে ভোরের কাগজকে, কালের কণ্ঠ ২-০ গোলে প্রথম আলোকে, বাসস টাইব্রেকারে ২-১ গোলে ডেইলি সানকে এবং বাংলা নিউজ ২৪ টাইব্রেকারে ২-১ গোলে নয়া দিগন্তকে হারায়। বাংলাদেশ জাতীয় কাবাডি দল ঘোষণা স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ম্যান কাবাডি টুর্নামেন্টে’র জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন বুধবার ১৫ সদস্যবিশিষ্ট জাতীয় কাবাডি দল ঘোষণা করেছে। অধিনায়ক মাসুদ করিমের নেতৃত্বে এই দল আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে। অল নেপাল কাবাডি এ্যাসোসিয়েশনের আয়োজনে ২১ সেপ্টেম্বর নেপালের কাঠমা-ুতে অনুষ্ঠিতব্য এই চার-জাতি টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ দল ॥ মাসুদ করিম (অধিনায়ক), রুহুল আমিন, মোঃ ফেরদৌস, আরিফ রাব্বানী, তুহিন তরফদার, মোঃ মমিন, তৌহিদুল ইসলাম, রুমানুজ্জামান, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, সবুজ মিয়া এবং তানজিল হোসেন; কর্মকর্তা : মোশাররফ হোসেন (টিম ম্যানেজার), আব্দুল জলিল (কোচ) ও এনামুল হক (টেকনিক্যাল অফিসার)।
×