ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মাদারীপুরে খুনের মামলায় ১জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০১:২০, ২৮ আগস্ট ২০১৭

মাদারীপুরে খুনের মামলায় ১জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মায়ের সাথে বাড়ির কাজের ছেলের পরকীয়া প্রেমের জের ধরে পুত্র হত্যা মামলায় সোমবার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজমুল হক শ্যামল সোমর্বা বিকেলে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হচ্ছে সদর উপজেলার মহিষেরচর গ্রামের বারেক মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৫)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সদর উপজেলার মহিষেরচর গ্রামের ইব্রাহিম খলিলের বাড়িতে বিল্ডিংয়ে নির্মাণ কাজ করার সময় তার স্ত্রী আসমা বেগমের সাথে দন্ডপ্রাপ্ত শামীম মাতুব্বর পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তাদের আপত্তিকর অবস্থায় খলিলের ছেলে নুর মোহাম্মদ সুজন দেখে ফেলে। এরপর ২০১৪ সালের ১৬ জুন সন্ধায় সুজন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে পরদিন বাড়ির কাছে আড়িয়াল খাঁ নদীর পাড়ে সুজনের গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় সুজনের পিতা ইব্রাহিম খলিল অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা করলে এসআই আবু তালেব ওই বছর ১১ নভেম্বর সুজনের মা আসমা বেগম পরকীয়া প্রেমিক শামীম মাতুব্বর, আরিফ মাতুব্বর ও সুমন মাতুব্বরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। আসামী শামীম গ্রেফতার হবার পর ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারামতে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে। আদালত উপযুক্ত প্রমাণাদি শেষে শামীমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আসমা বেগমসহ বাকিদের বেকসুর খালাস দেওয়া হয়।
×