ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা

প্রকাশিত: ০৫:৫০, ২৬ আগস্ট ২০১৭

দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ দুঃসময় যেন লঙ্কান ক্রিকেটের পিছু ছাড়ছে না। ঘরের মাটিতে জিম্বাবুইয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের (৩-২এ) লজ্জার পর টেস্টে ভারতের কাছে ‘হোয়াইটওয়াশ’ (৩-০)। টানা দুই হারে ওয়ানডতে এরই মধ্যে ২-০তে পিছিয়ে পড়া স্বাগতিকদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা, সেøা-ওভার রেটের জন্য (ধীরগতির বোলিং) দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রঙিন পোশাকের নতুন অধিনায়ক উপুল থারাঙ্গা। গত পরশু ক্যান্ডিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ৩ ওভার বেশি সময় নষ্ট করেন থারাঙ্গা। ম্যাচ রেফারি এ্যান্ডি পাইক্রফট দুই অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলে এই শাস্তির সিদ্ধান্ত নেন। এর আগে গত জুনে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সেøা-ওভারের কারণে দু’ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন থারাঙ্গা। তার জায়গায় পরের দুই ওয়ানডের জন্য টেস্ট অধিনায়ক দীনেশ চান্দিমালকে দলে নিয়েছেন শ্রীলঙ্কান নির্বাচকরা। তবে ওয়ানডেতে কে দায়িত্ব পালন করবেন তা এখনও জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এছাড়াও দলে ডাকা হয়েছে ওপেনার লাহিরু থিরিমান্নেকে। কারণ দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পান নিয়মিত ওপেনার দানুস্কা গুনাথিলাকা। তাই পরের দু’ম্যাচের জন্য অনিশ্চিত তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে হারে শ্রীলঙ্কা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। আগামী রবিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।
×