ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাংস্কৃতিক মুক্তি জোটের ই-ভোটিং চালুর প্রস্তাব

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ আগস্ট ২০১৭

সাংস্কৃতিক মুক্তি জোটের ই-ভোটিং চালুর প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ই-ভোটিং চালুর প্রস্তাব করেছে সাংস্কৃতিক মুক্তিজোট নামের রাজনৈতিক দলটি। একসঙ্গে দলটি পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় পরিষদ গঠনের আহ্বানও জানানো হয়েছে। এ পরিষদ নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া ইসির সঙ্গে বৈঠকে নাগরিকদের স্থায়ী ঠিকানায় ভোটার হওয়াসহ মোট ছয়টি প্রস্তাবনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাজনৈতিক দলের বৈঠকে প্রথমদিনে নির্বাচন কমিশন সাংস্কৃতি মুক্তিজোট বৈঠকে নামের রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। বিগত রকিব কমিশনের শেষ সময়ে দলটির নিবন্ধন দেয়া হয়েছে। ইসির ৪০টি রাজনৈতিক দলের নিবন্ধনের তালিকায় দলটির ক্রম রয়েছে ৩৯ নম্বরে। বিকেল তিনটায় আগারগাঁও নির্বাচন ভবনের ষষ্ঠতলার সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, অপর চার নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবসহ সাংস্কৃতিক মুক্তিজোটের ১২ জন সদস্য অংশ নেন। সিইসি এতে সভাপতিত্ব করেন।
×