ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় ইইউর পরবর্তী দূত রেনজে তিরিঙ্ক

প্রকাশিত: ০৬:১৭, ২৩ আগস্ট ২০১৭

ঢাকায় ইইউর পরবর্তী দূত রেনজে তিরিঙ্ক

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন রেনজে তিরিঙ্ক। তিনি বর্তমানে নেপালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত আছেন। আগামী মাস থেকে তিনি ঢাকায় কাজ শুরু করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রপতির সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্প্রসারিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আহ্বান জানিয়েছেন। বঙ্গভবনে মঙ্গলবার ইইউ’র বিদায়ী রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন পিয়েরে মায়াদুন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে এ আহ্বান জানানো হয়। খবর বাসস’র। রাষ্ট্রপতির উদ্ধৃিত দিয়ে তাঁর প্রেস সচিব এম জয়নাল আবেদিন বলেন, ইইউ আমাদের পরীক্ষিত বন্ধু এবং সবচেয়ে বড় রফতানির ক্ষেত্র, প্রধানতম বিনিয়োগের উৎস ও উন্নয়ন অংশীদার। রাষ্ট্রপতি ইইউ’র সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, অদূর ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে।
×