ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে নামমাত্র ত্রাণ বিতরণে ক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ আগস্ট ২০১৭

টাঙ্গাইলে নামমাত্র ত্রাণ বিতরণে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ আগস্ট ॥ ভূঞাপুর উপজেলায় লক্ষাধিক মানুষ বন্যায়কবলিত ও ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসন থেকে নামমাত্র ত্রাণ বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ বানভাসিদের। এতে ক্ষোভ প্রকাশ করেছে বন্যার্তরা। এদিকে বন্যার পানি কমলেও নাগরপুর উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়ে রয়েছে। জানা গেছে, ভূঞাপুর উপজেলায় এবারের বন্যায় লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়ে পড়ে। এছাড়াও অনেকে ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষ এখনও ত্রাণ সহায়তা পায়নি। উপজেলা প্রশাসন চারটি ইউনিয়নে নামমাত্র ৫ কেজি করে চাল বিতরণ করেছে। গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের রতন চন্দ্র জানান, ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ দিচ্ছে এমন কথা শুনিনি। পানির ওপর বাস করছি। এক বেলা খেয়ে দুবেলা না খেয়ে থাকছি। ত্রাণ নিতে আসা অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, মাত্র ৫ কেজি চাল দিয়ে কি করমু। নামমাত্র চাল নিতে পানিতে ভিজে আসতে হয়েছে। আগে জানলে আসতাম না। অনেক বন্যার্ত পরিবার ত্রাণ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, জেলা ও উপজেলা প্রশাসন পৃথকভাবে নগদ টাকা ও চাল বরাদ্দ করা হয়েছে। অজূর্না, গোবিন্দাসী, গাবসারা ও নিকরাইল ইউনিয়নে ১৪শ’ পরিবারকে ৫ কেজি করে চাল ও ১৫০ জনকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
×