ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে নৌযাত্রীসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪০, ২৩ আগস্ট ২০১৭

বজ্রপাতে নৌযাত্রীসহ তিনজনের  মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে নৌকাযাত্রীসহ মারা গেছেন তিনজন। আহত হয়েছেন ২২ জন। এর মধ্যে সাভারে নৌকার দুই যাত্রী এবং কক্সবাজারে মৃত্যু হয়েছে একজনের। মঙ্গলবার বজ্রপাতের এসব ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, নৌকাযোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে বজ্রপাতে ২ জনের মৃত্যু ও আহত হয়েছে অন্তত ২০ জন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে সাভারের বংশী নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলোÑ ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকার মাজাহারুলের ছেলে রফিক মিয়া ওরফে সোহাগ (২২) ও বগুড়ার নন্দীগ্রাম এলাকার আইন উদ্দিনের পুত্র আবু হোসেন (৩২)। এদের মধ্যে রফিক মানিকগঞ্জের সিঙ্গাইরস্থ ‘বিউটিফুল জ্যাকেট’ (মিলন গার্মেন্টস) এর শ্রমিক ও আবু হোসেন ‘আকতার ফার্নিচার’ কারখানার শ্রমিক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমজাদুল হক জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কক্সবাজার ॥ পেকুয়ায় বজ্রপাতে মোঃ ফোরকান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মগনামা আফজলিয়া পাড়ার নুরুল কবিরের পুত্র। মঙ্গলবার দুপুরে সরকারী ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে একই এলাকার মৃত কবির আহমেদের পুত্র বদিউল আলম ও মাহমুদ হোসেনের পুত্র মোঃ হোছেন আহত হয়েছে। ইউপি সদস্য ইসমাইল সিকদার বলেন, ধানক্ষেতে চারা রোপণ করতে গিয়ে এ ঘটনার শিকার হয় তারা। একই ঘটনায় স্থানীয় নুরুন্নবীর গৃহপালিত একটি ষাঁড়ও মারা গেছে।
×