ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্রাই সমাজসেবা অফিসে আট পদ শূন্য ॥ কার্যক্রম ব্যাহত

প্রকাশিত: ০৫:৪০, ১২ আগস্ট ২০১৭

আত্রাই সমাজসেবা অফিসে আট পদ শূন্য ॥ কার্যক্রম ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ আগস্ট ॥ আত্রাই উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিসারসহ ৮টি পদ দীর্ঘদিন থেকে শূন্য থাকায় ওই অফিসের সঙ্গে সংশ্লিষ্ট জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। একদিনের কাজ পাঁচ দিনেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের। ১৩ লোকবলের জায়গায় ওই অফিসে লোকবল রয়েছে মাত্র ৫ জন। ফলে লোকবল সংকটের কারণে একদিকে অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে, অপরদিকে চরম ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট লোকজন।জানা গেছে, উপজেলা সমাজসেবা অফিস উপজেলা পরিষদের মধ্যে একটি জনগুরুত্বপূর্ণ অফিস। এ অফিস থেকে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, কম্পিউটার প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রমসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ক কার্যক্রম সম্পাদন করতে হয়। এ অফিসে উপজেলা সমাজসেবা অফিসারের পদ শূন্য রয়েছে কয়েক মাস যাবত। এছাড়াও পদ শূন্য রয়েছে ফিল্ড সুপার ভাইজার একজন, অফিস সহকারী একজন, ইউনিয়ন সমাজকর্মী ৩ জন, কারিগরি প্রশিক্ষক একজন ও অফিস সহায়ক একজন। মোট ১৩টি পদের মধ্যে ৮টি পদই দীর্ঘদিন থেকে শূন্য থাকায় মাত্র ৫ জনে এ অফিসের বৃহৎ কার্যক্রম সমাধা দিতে চরম হিমশিম খাচ্ছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু বলেন, আমাদের বিভিন্ন ভাতা কার্যক্রমের জন্য সমাজসেবা অফিসের স্মরণাপন্ন হতে হয়। কিন্তু এ অফিসে অফিসারসহ বেশ কয়েকটি পদ শূন্য থাকায় যে কাজ একদিনে হওয়ার কথা, সে কাজ ৫ দিনেও হয় না। ফলে আমরা চরম দুর্ভোগের শিকার হই। এ বিষয়ে নাগরিক উদ্যোগের শাহাগোলা ইউনিয়নের দলিত মানবাধিকার কর্মী শ্রী দিনেশ কুমার পাল বলেন, এ অফিসে লোকবল সংকটের কারণে বয়স্ক ও বিধবাভাতার কার্ড যথা সময়ে প্রস্তুত করতে পারে না। ফলে ওই সকল গ্রাহকরাও দুর্ভোগের শিকার হয়।
×