ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লোহাগড়ার গ্রামীণ দৃশ্যপট পাল্টে গেছে

প্রকাশিত: ০৫:০৩, ১২ আগস্ট ২০১৭

লোহাগড়ার গ্রামীণ  দৃশ্যপট পাল্টে  গেছে

বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অধীনে সরকারের নেয়া নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বদলে গেছে লোহাগড়া উপজেলার গ্রামাঞ্চলের দৃশ্যপট। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে প্রত্যন্ত অঞ্চলে তৈরি হয়েছে অসংখ্য পাকা রাস্তা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনসহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙ্গন এলাকায় বিনামূল্যে টিন বিতরণ, বাল্যবিয়ে রোধ, খেলাধুলার উপকরণ প্রদান, হারমোনিয়ামসহ বিভিন্ন বাদ্যযন্ত্রও দেয়া হয়েছে। প্রশস্তকরণ করা হয়েছে উপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের বাড়ি যাওয়ার রাস্তাটি। জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অধীনে অনগ্রসর উপজেলার জন্য বিশেষ থোক বরাদ্দ উপখাত থেকে ২০১৫-২০১৬ অর্থবছরে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে লোহাগড়ার চাচই ওয়াপদা থেকে কালনা সড়ক পর্যন্ত সড়ক মেরামত করা হয়েছে। প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে চাচই সিডি থেকে কালনা সড়ক উন্নয়ন করা হয়েছে। চাচই এলাকার আরো একটি সিসি সড়কে ৩৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। সড়কগুলো মেরামত করায় মানুষ উপকৃত হচ্ছে। ২০১৫- ২০১৬ অর্থবছরে অগ্নিকা-ে এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন প্রদান, বাল্যবিয়ে রোধে মহিলাদের শাড়ি, ইমাম ও কাজীদের পোশাক প্রদান এবং প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাচ্ছে। ইউনিয়নের ভূমি অফিসের পুরনো রেকর্ড ও ফাইল বাঁধাই করা হয়েছে। যৌতুক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, মাদক ও এ্যাসিড নিক্ষেপ বিষয়ে সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে এর কুফল সম্পর্কে জনসাধারণ সজাগ হয়েছেন। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্ক্র্যাচ প্রদান করায় প্রতিবন্ধীদের কাজকর্ম গতিশীল হয়েছে। বিভিন্ন হাটবাজারে দুই লাখ টাকার টিউবওয়েল স্থাপনে সুপেয় পানির কষ্ট দূর হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও কার্ড প্রদান করায় শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ সম্পর্কে ধারণা পেয়েছে। বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা ক্রীড়া সামগ্রী পেয়েছে। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে জার্সি ও আসবাবপত্র দেয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের কষ্ট লাগবে লোহাগড়া বিভিন্ন ক্লিনিকে সিলিং ফ্যান দেয়া হয়েছে। লোহাগড়ার লাহুড়িয়ার কালীগঞ্জ বাজারে ও নলদী বাজারে দুটি ল্যাট্রিন নির্মাণ করা হয়েছে। ইটনায় উপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের বাড়ি যাওয়ার রাস্তাটি প্রশস্তকরণ করা হয়েছে। হতদরিদ্র মহিলাদের মাঝে শাড়ি দেয়া হয়েছে। দুই লাখ টাকা ব্যয়ে মাধবহাটি ও দেবী গ্রামে ইটের সোলিং রাস্তা নির্মাণ করায় নিকুরী বাজারসহ স্থানীয়দের যাতায়াতে সুবিধা হয়েছে। আমাদা দাখিল মাদ্রাসার শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে। সরকারের বহুমুখী উন্নয়ন কাজের প্রচার-প্রচারণায়ও লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজ করছেন। রিফাত-বিন-ত্বহা, নড়াইল থেকে
×