ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন

মুমিনুল, নাসিরের সঙ্গে তানভিরের ব্যাটিং ঝলক

প্রকাশিত: ০৬:৩২, ১১ আগস্ট ২০১৭

মুমিনুল, নাসিরের সঙ্গে তানভিরের ব্যাটিং ঝলক

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমদিনটি ছিল পেসার শফিউল ইসলামের। দ্বিতীয়দিনটি করে নিয়েছেন মুমিনুল হক, নাসির হোসেন ও তানভির হায়দার। তিনজনই সবুজ দলের হয়ে লাল দলের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছেন। মুমিনুল তো সেঞ্চুরি করার কাছাকাছি চলে যান। ৭৩ রান করে ফেলেন। নাসির ৬২ রানের জ্বলজ্বলে ইনিংস খেলেন। আর তানভিরের ব্যাট থেকে আসে ৫১ রান। এ তিনজনের সঙ্গে দিনটিতে ৩ উইকেট করে নেয়া রুবেল হোসেন, সাকলায়েন সজিবও বোলিং ঝলক দেখান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার উদ্দেশে প্রস্তুতি চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ক্রিকেটাররা চট্টগ্রামে প্রস্তুত হচ্ছেন। বুধবার থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। বৃহস্পতিবার ছিল দ্বিতীয়দিন। আজ ম্যাচের তৃতীয় ও শেষদিন। এরপর শনিবারই ঢাকায় এসে পড়বেন ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচটির প্রথমদিনে পেসার শফিউল একাই ৫ উইকেট শিকার করেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রাথমিক দলের ক্রিকেটাররা দুই ভাগ হয়ে ম্যাচটি খেলছেন। লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে খেলছেন। মুশফিকুর রহীমের নেতৃত্বে লাল দল ও তামিম ইকবালের নেতৃত্বে সবুজ দলের খেলা হচ্ছে। টস হেরে আগে লাল দল ব্যাট করে। প্রথমদিনে শফিউলের বোলিং তোপে পড়ে ৪৭.১ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান করে লাল দল। সেখানেই লাল দলের ইনিংস শেষ করে দেয়া হয়। এরপর ব্যাট হাতে নেমে মুমিনুল, নাসির ও তানভিরের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৮৩ রান করে অলআউট হয় সবুজ দল। শুরুতেই ১৪৩ রানে এগিয়ে যায় সবুজ দল।এরপর লাল দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৪ রান করে। সৌম্য সরকার (৯*) ও প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত (৭*) ব্যাট হাতে আছেন। এই ম্যাচটিতে নিয়মিত ক্রিকেটারদের ছাড়া বাকি ক্রিকেটারদের একটু ঝালাই করে নেয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজের জন্য ঢাকায় ফিরে কোচ, ম্যানেজার, নির্বাচকরা মিলে চূড়ান্ত দল তৈরি করবেন। এরআগে এই প্রস্তুতি ম্যাচে যারা ভাল করতে পারবেন তাদের দিকে নজর রাখা হচ্ছে। প্রথমদিনে শফিউল দুর্দান্ত বোলিং করে নজর কাড়লেন। দ্বিতীয়দিনে মুমিনুল ও নাসির ব্যাট হাতে জ্বলে উঠে নিজেদের কাজগুলো করে রাখলেন। ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের জন্য ঘোষিত দলে এই প্রস্তুতি ম্যাচের প্রভাব থাকবে। তাই প্রস্তুতি ম্যাচটি জাতীয় দলে অনিয়মিত ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। স্কোর ॥ লাল দল প্রথম ইনিংস ১৪০/৯; ৪৭.১ ওভার (ইমরুল ৫, সৌম্য ১, শান্ত ৫৩, মাহমুদুল্লাহ ০, মুশফিক ৩০, সোহান ১৬, তাইজুল ২৬, সাকলায়েন ১, রুবেল ১; শফিউল ৫/১৭, মুস্তাফিজ ১/১৫, তাসকিন ১/৩২, সঞ্জিত ১/১৯, সানজামুল ১/৩২) ও দ্বিতীয় ইনিংস দ্বিতীয়দিন শেষে ২৪/১; ৫ ওভার (ইমরুল ৮, সৌম্য ৯*, শান্ত ৭*; মুস্তাফিজ ১/১২)। সবুজ দল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ৪৯/১; ১৭ ওভার (তামিম ২৩*, লিটন ৫, মুমিনুল ১৯*; রুবেল ১/১৫) ও দ্বিতীয়দিন তামিম ২৯, মুমিনুল ৭৩, সাব্বির ১০, নাসির ৬২, তানভির ৫১, সানজামুল ২২, তাসকিন ২, কামরুল ২, শফিউল ১০*, মুস্তাফিজ ২; রুবেল ৩/৫৪, সাকলায়েন ৩/৬৪)। * দ্বিতীয়দিন শেষে
×