ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ৮০ জন মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ২২:৩২, ৩১ জুলাই ২০১৭

কালকিনিতে ৮০ জন মাদক বিক্রেতা আটক

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুলাই মাসে ৮০জন মাদক বিক্রেতাকে আটক করেছে। এ আটকের ঘটনায় উপজেলার অনেক মাদক বিক্রেতারা শপথ গ্রহন করে এখন এপেশাকে বাদ দিয়ে অন্য পেশায় চলে গেছেন। এতে করে তুলনামুলকভাবে মাদক নির্মুল হয়েছে অনেক অংশে। অন্য দিকে থানা পুলিশের উদ্যোগে মাদককে না বলো এ শ্লোগানেক বুকে ধারন করে উপজেলা হাট-বাজারগুলোতে চলছে মাদক বিরোধী প্রচার-প্রচারনা। আজ সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এলাকা ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালার নেতৃত্বে সকল এসআই ও এএসআইদের সহযোগীতায় গত জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে শেষ সপ্তাহ পর্যন্ত চলে বিশেষ মাদক বিরোধী অভিযান। উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডেই এ অভিযান চালানো হয়। এতে বিভিন্ন এলাকা থেকে মোট ৮০জন মাদক বিক্রেতাকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়। আটককৃত মাদক বিক্রেতারা হলো জহিরুল ইসলাম, শাওন খান, গাজী হাওলাদার, ছত্তার সরদার, সোহেল সরদার, রাজ্জাক খা, হারেজ সরদার, ইমরান খান, সুমন বেপারী, ছাত্তার বেপারী, লিয়াকত হোসেন লিটন, রাসেল মুন্সি, সোহরাফ হোসেন, মোজাফার আকন , সবরআলী খান, সোহেল গোমস্তা, কাজল খান, আবু তালেব শরীফ, রাসেল খান ও তারা কাজীসহ মোট ৮০ জন। এ সকল মাদক বিক্রেতাদের আটকের ঘটনায় এবং পুলিশের কঠোর ভুমিকার কারনে এ উপজেলায় মাদক কিছুটা নিয়ন্ত্রনে চলে আসে। এ ছাড়া ও বাকী অনেকেই মাদক বিক্রির পেশা ছেড়ে দিয়েছে বলে জানাযায়। অপরদিকে থানার ওসির নেতৃত্বে উপজেলার ফাসিয়াতলাহাট, গোপালপুরহাট ও খাসেরহাটসহ বিভিন্ন হাট-বাজারে যুব সমাজের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরন ও আলোচনা সভা অব্যহত রয়েছে বলে পুলিশ জানায়। উপজেলা এনজিও সমন্বয় কিমিটির সভাপতি সৈয়দ বাহাউদ্দিন সাহিদ বলেন, মাদক বিরোধী প্রচারনা এটা একটা পুলিশের ভালো উদ্যোগ। তবে মাদকে না বলে যুবসমাজকে আমাদের ভালো পরামর্শ দিয়ে সঠিক পথে আনা আমাদের দায়িত্ব বলে মনে করি। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান বলেন, সমাজ থেকে যদি মাদককে নির্মুল করতে হয় তাহলে আমাদের সকলকে মিলে মাদক বিরোধী সচেতনায় যুবসমাজকে পরামর্শ দিতে হবে। মাদকের ছোবল কমলে সুস্থ্য জীবন-যাপন করা সম্ভব। এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আমি এলাকার যুবসমাজের কথা মাথায় রেখে মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি। মাদক বিক্রির ঘটনা কমে গেলে সমাজ থেকে অনেক অপরাধ কমে আসবে বলে আমি মনে করি।
×