ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছে ঢাকা ওয়াসা

প্রকাশিত: ২১:৫৮, ৩১ জুলাই ২০১৭

পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছে ঢাকা ওয়াসা

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীতে পানি সরবরাহ কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছে। ওয়াসা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার বিজ্ঞপ্তিটি জারি করা হয়। এতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বর্ধিত দাম কার্যকর হবে। এতে বলা হয়, পানির উৎপাদন খরচ ও পরিচালনা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এবং চলতি বছরের মুদ্রাস্ফীতির সঙ্গে আংশিক সামঞ্জস্য বিধানের লক্ষ্যে আবাসিক ও বাণিজ্যিক সংযোগে পানির দাম বাড়ানোর এই পদক্ষেপ নিতে হয়েছে। ওয়াসা জানায়, আগামী ১ আগস্ট ২০১৭ থেকে গৃহস্থলীতে এক হাজার লিটার পানির দাম ১০ টাকার বদলে এখন ১০ টাকা ৫০ পয়সা হবে এবং বাণিজ্যিক গ্রাহকদের এক হাজার লিটার পানির দাম ৩২ টাকার বদলে ৩৩ টাকা ৬০ পয়সা হবে। অর্থ্যাৎ প্রতি এক হাজার লিটার পানির দাম গৃহস্থলীতে বাড়ছে ৫০ পয়সা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য বাড়ছে ১ টাকা ৬০ পয়সা।
×