ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৫

প্রকাশিত: ০৩:১২, ২৬ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি নোয়া মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ওই সময় গ্রেফতার করা হয় ৫ মাদক বিক্রেতাকে। জব্দ করা হয় ইয়াবাবহনে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্টো-য়-০০-০৪৯৯)। গ্রেফতারকৃতরা হলো-সুমন চন্দ্র দাস, জাহিদ হাসান, সালাউদ্দিন, নূর নবী ও মনির। বুধবার বিকেলে ইয়াবাগুলো উদ্ধার করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি’র ওসি জানায়। ডিবি পুলিশের ওসি মাহাবুবুর রহমান বলেন, মাদকের এই চালানটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব পন্থায় রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২ হাজার পিস করে মোট ৪৬টি প্যাকেটে ইয়াবা গুলো রাখা ছিল। এর আগে গত ১৬ জুলাই দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় তল্লাশী চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১ লাখ ৬৭ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই ২ মাদক ব্যবসায়ি বর্তমানে ৬ দিনের পুলিশি রিমান্ডে রয়েছে।
×