ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ৬৫ দশমিক ৪৪ ভাগ ॥ জিপিএ-৫ কমেছে

প্রকাশিত: ০২:০১, ২৩ জুলাই ২০১৭

দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ৬৫ দশমিক ৪৪ ভাগ ॥ জিপিএ-৫ কমেছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ২০১৭ সালের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পাশের হার ৬৫ দশমিক ৪৪। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। এবার জিপিএ ৫ পাওয়ার সংখ্যা গতবারের চেয়ে কমেছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত সচিব মোঃ তোফাজ্জুর রহমান ২০১৭ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল ঘোষনা করেন। এবার পাশের হার ৬৫ দশমিক ৪৪। ১লাখ ৭ হাজার ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪০০ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬৮ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩৫ হাজার ২ জন ছাত্র ও ৩৩ হাজার ৯৭০ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ৬৮ দশমিক ২৯ ভাগ ছাত্রী পাশ করলেও ছাত্র পাশ করেছে ৬২ দশমিক ৮১ ভাগ। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন। এর মধ্যে ১ হাজার ৭৯১ জন ছাত্র ও ১ হাজার ১৯৬ জন ছাত্রী। ২৩ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী একটি করে বিষয়ে অকৃতকার্য হয়েছে। বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ২৬ হাজার ৫১৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৫৩৬ জন। পাশের হার ৭৭ দশমিক ৪৪ ভাগ। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ৮৭৭ জন ছাত্র ও ৮ হাজার ৬৫৯ জন ছাত্রী। মানবিক, ইসলামিক স্টাডিজ ও সংগীত বিভাগে ৬৩ হাজার ১১৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ১৫ জন পরীক্ষার্থী। পাশের হার ৬০ দশমিক ২৩। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ হাজার ৩১৫ জন ছাত্র ও ২১ হাজার ৭০০ জন ছাত্রী। বিজনেস স্টাডিজ বিভাগে ১৫ হাজার ৭৬৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৪২১ জন পরীক্ষার্থী। পাশের হার ৬৬ দশমিক ১০। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৮১০ জন ছাত্র ও ৩ হাজার ৬১১ জন ছাত্রী। ফলাফল ঘোষনার সময় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ফারাজ উদ্দীন তালুকদার, উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশিদ মন্ডল, রাকিব হোসেন ও মানিক হোসেন, উপ-বিদ্যালয় পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী সচিব ইব্রাহিম খলিল, সহকারী কলেজ পরিদর্শক মোঃ আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
×