ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সূচকের মিশ্র প্রবণতা ॥ লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০৬, ২১ জুলাই ২০১৭

সূচকের মিশ্র প্রবণতা ॥ লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসইতে ব্যাংক খাত ছাড়া অন্য কোম্পানির শেয়ার বিক্রি চাপ ছিল। মূলত ব্যাংকের দর বৃদ্ধিই সূচকের ইতিবাচক প্রবণতা ধরে রেখেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪৩২ কোটি ৯৫ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে ১ হাজার ৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক শূন্য দমমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১ পয়েন্টে। বাজার বিশ্লেষকদের মতে, আগামী ২৬ জুলাই মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন বাজেটের পর মুদ্রানীতিতে সরকার অর্থনীতি নিয়ে কেমন দিক নির্দেশনা দেবে সেটিও বাজার সংশ্লিষ্টদের কিছুটা ভাবাচ্ছে। যার কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় একটি অংশ কিছুটা দেখেশুনে বিনিয়োগের পক্ষে রয়েছেন। যার কারণে বাজারে লেনদেন কিছুটা কমেছে। তবে এটি বাজারের স্বাভাবিক প্রবণতা বলে মনে করছেন তারা। তাদের মতে, ইতোমধ্যে ডিসেম্বর ক্লোজিং বেশকিছু কোম্পানির কর্পোরেট ঘোষণা প্রকাশিত হয়েছে। আগামী সপ্তাহেও বেশকিছু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ঘোষণা আসবে যার কারণে বাজারে কিছুটা প্রভাব পড়েছে। তবে কর্পোরেট ঘোষণার পর আস্তে আস্তে অংশগ্রহণ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, দিনটিতে লেনদেনে হওয়া ২৬৬ ‘এ’ ক্যাটাগরির শেয়ারের মধ্যে ১১৫টির দর বেড়েছে, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দর। তবে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের দর বেশি কমেছে। ডিএসইতে মোট ৪২ ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ১০টির দর বেড়েছে, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত ছিল ৩টির শেয়ারের দর। এছাড়া ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৭টির দর বেড়েছে, কমেছে ১৬টির দর এবং অপরিবর্তিত ছিল ১২টির দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইফাদ অটো, মার্কেন্টাইল ব্যাংক, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, কেয়া কসমেটিক, গ্রামীণফোন, শাহজীবাজার পাওয়ার, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেড, লঙ্কাবাংলা ফাইনান্স ও ফু-ওয়াং ফুড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইনান্স, বিডি অটোকার, এমবে ফার্মা, ডেল্টা স্পিনার্স, এপেক্স ফুটওয়ার, হাক্কানী পাল্প, প্রাইম লাইফ ও আইএফআইসি মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ মেঘনাপেট, দুলামিয়া কটন, রহিমা ফুড, বিআইএফসি, বিডি ওয়েল্ডিং, শ্যামপুর সুগার, উসমানিয়া গ্লাস, মডার্ন ডাইং, মুন্নু সিরামিক ও বঙ্গজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৪৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফু-ওয়াং ফুড, বেক্সিমকো, আমান ফিড, কেয়া কসমেটিক, জেনারেশন নেক্সট ফ্যাশন, মার্কেন্টাইল ব্যাংক, হামিদ ফেব্রিক্স, সাইফ পাওয়ারটেক ও ফার্স্ট ব্যাংক।
×