ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:১১, ১৪ জুলাই ২০১৭

শেরপুরে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ জুলাই ॥ শেরপুর পৌর শহরে ট্রাক ও ট্যাংক লরি পরিবহনের ক্ষেত্রে ইজারাদারদের টোল আদায়ের নামে চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ট্রাক মালিক সমিতি ও আন্তঃজেলা ট্রাক, ট্যাংক, লরি চালক-শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে শহরের বটতলাস্থ ট্রাক মালিক সমিতির অফিসে আয়োজিত ওই সম্মেলনে অবিলম্বে টোল আদায়ের নামে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ না হলে লাগাতার আন্দোলনের মাধ্যমে ট্রাক পরিবহন সেক্টর অচল করে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এতে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পৌর শহরে ট্রাক, ট্যাংক ও লরিতে মালামাল লোড-আনলোডের ক্ষেত্রে পৌর ইজারাদারের মাধ্যমে সীমিত পরিমাণে টোল আদায়ের বিধান উপেক্ষা করে জেলা পরিষদ সদস্য, নবীনগর এলাকার জাকারিয়া বিষু ও ওমর ফারুকের নেতৃত্বে শহরের নবীনগর, খোয়ারপাড়, নতুন বাসস্ট্যান্ড ও শেরীব্রিজ মোড়সহ হাইওয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে টোল আদায়ের নামে প্রকাশ্যে জবরদস্তি চাঁদাবাজি করা হচ্ছে। এতে পৌর শহরে সুষ্ঠু ট্রাক পরিবহনের ক্ষেত্রে চরম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পরও তাদের চাঁদাবাজি ও নৈরাজ্য থামছে না। বরং গত ১৭ জুন নবীনগর এলাকায় মেসার্স সদু এন্টারপ্রাইজের সামনে মালবিহীন একটি ট্রাক থেকে টোল আদায়ের নামে জবরদস্তির ঘটনায় ট্রাক মালিক, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক সরোয়ার হোসেন ও চালকের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে সদু এন্টারপ্রাইজে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটে। মুক্তিযোদ্ধার ২০ গাছ কেটে নেয়ার অভিযোগ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৩ জুলাই ॥ শৈলকুপার এক মুক্তিযোদ্ধার ২০টি গাছ জোর করে কেটে নিয়েছে প্রতিপক্ষ। বুধবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ওরফে চাঁদ আলীর বাড়ির সীমানা থেকে এসব গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ৫টি মেহগনি, ১০টি পুয়োগাছ, ১টি তেঁতুল গাছ ও কয়েকটি বাদাম গাছ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, বয়সের ভারে ন্যুইয়ে পড়েছেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ওরফে চাঁদ আলী। তার ১ ছেলে ও ৩ মেয়ে। মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ওরফে চাঁদ আলী জানান, ৮/১০ বছর আগে তিনি বাড়ির সীমানা ঘেষে বেশকিছু মেহগনি, পুয়ো, তেঁতুল ও বাদাম গাছ লাগান। হঠাৎ গ্রামের তার প্রতিপক্ষ কুদ্দুস মিয়ার ছেলে তাজসহ বেশ কয়েকজন গাছগুলো কেটে নিয়ে যায়।
×