ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলকাতায় সুবচনের ‘মহাজনের নাও’

প্রকাশিত: ০৩:৩৬, ২৯ জুন ২০১৭

কলকাতায় সুবচনের ‘মহাজনের নাও’

স্টাফ রিপোর্টার ॥ কলকাতায় অনুষ্ঠেয় তিন দিনব্যাপী নাট্যোৎসবে যোগ দেবে সুবচন। এবারও দলের সঙ্গে থাকছে ‘মহাজনের নাও।’ বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শননির্ভর নাটক আগামী ২ জুলাই বেহালায় মঞ্চস্থ হবে। ঢাকার মঞ্চের আলোচিত নাটক ‘মহাজনের নাও’। খুব দ্রুততম সময়ের মধ্যে নাটকের শততম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। দেশের পাশাপাশি বিদেশেও প্রশংসা কুড়ায় ব্যতিক্রমী প্রযোজনা। মহাজনের নাও যুক্তরাজ্যের লন্ডন এবং দক্ষিণ কোরিয়ায় মঞ্চস্থ হয়। যোগ দেয় কলকাতার আসাম ত্রিপুরা বহরমপুর ও কোচবিহারের বিভিন্ন নাট্যউৎসবে। সেই ধরাবাহিকতায় এসেছে এবারের আমন্ত্রণ। সুবচনের পক্ষে দল প্রধান আহমেদ গিয়াস জানান, উৎসবের আয়োজন করছে স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সমাপনী দিনে ২ জুলাই নাটক মঞ্চস্থ করবে সুবচন। শাকুর মজিদ রচিত ও সুদিপ চক্রবর্তী নির্দেশিত নাটকের এটি হবে ১০৭তম প্রদর্শনী। উৎসবে যোগ দিতে আগামী ৩০ জুন ২৩ সদস্যের দল নিয়ে সুবচন ঢাকা ছাড়বে বলে জানান তিনি। নাটকের অভিনয় শিল্পীরা হলেনÑ আহমেদ গিয়াস, আনছার আলী, আসাদুল ইসলাম, শাহ সালাউদ্দিন সোনিয়া হাসান, লিঠু ম-ল, তানভির, রাসেল ইমরান, ইমতিয়াজ প্রমুখ। এর আগে ৩০ জুন উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী নাট্যজন ব্রাত্য বসু। এদিন নাট্যদল রঙ্গালয় মুম্বাই মঞ্চস্থ করবে নাটক ‘ইসি দিন ইসি ওয়াক্ত।’ পরদিন ১ জুলাই ‘আষাঢ় কা একদিন’ মঞ্চস্থ করবে সার্কেল থিয়েটার।
×