ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল॥ টস জিতে ফিল্ডিংয়ে ভারত

প্রকাশিত: ২২:৩৩, ১৮ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল॥ টস জিতে ফিল্ডিংয়ে ভারত

অনলাইন ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন বিরাট কোহালি। রাজনৈতিক চাপানউতরের কারণে দুই প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে ক্রিকেট খেলার চল নেই বললেই চলে। যেটুকু খেলা হয় তাও সেই আইসিসি-এর টুর্নামেন্টেই। আর তারই সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ওভালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।চলতি টুর্নামেন্টেই অবশ্য পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় ব্রিগেড, তবে সেটা গ্রুপ স্টেজে। ফাইনাল ভিন্ন ম্যাচ, গ্রুপ স্টেজের ম্যাচের সঙ্গে ফাইনাল মেলান ঠিক নয়। ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহালি(অধিনায়ক), যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ। পাকিস্তান: আজহার আলি, ফকার জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ(অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাদাব খান, হাসান আলি, জুনাইদ খান। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×