ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এনডিসিতে সেমিনার

বাংলাদেশে বিনিয়োগের নানা দিক আলোচনা

প্রকাশিত: ০৪:২০, ১৬ জুন ২০১৭

বাংলাদেশে বিনিয়োগের নানা দিক আলোচনা

“বাংলাদেশে বিনিয়োগ : ভিশন ২০৪১-এর আলোকে চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক একটি দিনব্যাপী সেমিনার বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ এ এইচ ওয়াহিদ উদ্দিন মাহমুদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর সমাপনী ভাষণে বাংলাদেশে বিনিয়োগের নানা দিক, চ্যালেঞ্জসমূহ, সম্ভাব্যতা ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোকপাত করেন। তিনি এ ধরনের সমসাময়িক বিষয়ে সেমিনার আয়োজনের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজকে সাধুবাদ জানান। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সেমিনারের উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সরকারের “ভিশন ২০২১” সম্প্রসারণ করে পরিণত করা হবে “ভিশন ২০৪১”-এ। ভিশন ২০৪১ বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, উন্নত ও সুখী দেশে পরিণত হবে। এছাড়াও সেমিনারে কাজী এম আমিনুল ইসলাম, নিবার্হী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর মামুন রশীদ, সাবেক সচিব ডঃ এম ফওজুল কবির খান এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুত্তাদির বিশেষজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। এনডিসির সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক সেমিনার সঞ্চালন করেন। সেমিনারে উল্লেখযোগ্যসংখ্যক বিশিষ্ট বুদ্ধিজীবী এবং দেশী-বিদেশী উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর বাস্তুচ্যুত শিশু সিরিয়ার রাকা থেকে আইএস হটাতে সরকারী বাহিনীর অভিযানের সময় এই শিশুর পরিবার বাস্তুচ্যুত হয়। এখন আল কারমাহ শহরের শরণার্থী শিবিরে পরিবারের সঙ্গে বাস করছে শিশুটি। বুধবার তোলা ছবিতে শিশুটিকে একাই কিছু একটা খেতে দেখা যাচ্ছে -এএফপি গরম থেকে বাঁচতে ভারতের এলাহাবাদে গত কয়েকদিন ধরে প্রচ- গরম পড়ছে। গরমে সতর্কতার সঙ্গে রাস্তায় বের হচ্ছে মানুষ। গরম থেকে খানিক স্বস্তি পেতে সঙ্গম নদীতে গোসল করছে একটি শিশু। ছবিটি বুধবার তোলা -এএফপি
×