ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় ঈদগাহে এক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন

প্রকাশিত: ০৪:১৯, ১৬ জুন ২০১৭

জাতীয় ঈদগাহে এক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ঈদগাহে এ বছর নারীসহ এক লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে ঈদপূর্ববর্তী সমন্বয় সভায় মেয়র এ তথ্য জানান। মেয়র বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদ-উল-ফিতরের প্রধান জামসকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এ বছর নারী-পুরুষসহ এক লাখ মুসল্লির একসঙ্গে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বৈঠকে সিটি কর্পোরেশনের উর্ধতন কর্তাব্যক্তিরা বক্তব্য রাখেন। যাত্রাবাড়ীতে স্ট্যান্ডার্ড ব্যাংক এজেন্ট আউটলেট উদ্বোধন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১১তম এজেন্ট আউটলেট ১৫ জুন রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর নওয়াব স্টোন টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এ. এফ. জামাল উদ্দিন, ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার ম্যানেজার এস. এম. নজরুল ইসলাম, আউটলেটের এজেন্ট মোঃ জহিরুল ইসলাম সরকার, স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×