ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাহমুদুরের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৮:০৭, ১২ জুন ২০১৭

মাহমুদুরের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার রাজধানীর রমনা থানায় সংস্থাটির উপ পরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে মামলা করেন। অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকে দাখিল করা ফিরোজা মাহমুদের সম্পদ বিবরণীতে দুটি ফ্ল্যাটের মূল্য ৭৩ লাখ ৮৪ হাজার ৮শ’ টাকা দেখিয়েছেন। প্রকৃতপক্ষে ফ্ল্যাট দুটির মূল্য এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা। এখানে তিনি ৬৪ লাখ ১২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। ফিরোজা বিএনপি আমলের সাবেক মন্ত্রী মুন্নু সিরামিকের প্রতিষ্ঠাতা শিল্পপতি হারুনুর রশীদ খান মুন্নুর মেয়ে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানম রীতা তার বড় বোন।
×