ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাকিব মোসাব্বিরের ঈদ এ্যালবাম ‘আমাকে জড়িয়ে রাখো’

প্রকাশিত: ০৩:৫৮, ১২ জুন ২০১৭

রাকিব মোসাব্বিরের ঈদ এ্যালবাম ‘আমাকে জড়িয়ে রাখো’

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতাঙ্গনে নিজের এক দশক পূর্তি উপলক্ষে আসন্ন ঈদ-উল-ফিতরে নতুন একক এ্যালবাম নিয়ে আসছেন রাকিব মোসাব্বির। লেজার ভিশনের ব্যানারে প্রকাশিতব্য এই এ্যালবামের নাম ‘আমাকে জড়িয়ে রাখো’। এ্যালবামের তিনটি গান লিখেছেন রেজাউর রহমান রিজভী। এ প্রসঙ্গে রাকিব মোসাব্বির বলেন, রিজভী ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ২০১২ সালে। এর পরের বছরের বৈশাখে আমার পঞ্চম একক এ্যালবাম ‘সুখ পাখি’-তে তার লেখা দুটি গান প্রকাশিত হয়। এরপর থেকে রিজভী ভাইয়ের গীতি কবিতায় অনেকগুলো গানের কাজ হয়েছে। তবে সম্পূর্ণ তার গীতি কবিতায় পুরো একটি এ্যালবাম করার ইচ্ছা থাকলেও এতদিন তা সম্ভব হয়নি। এবার সেই অপূর্ণ ইচ্ছাটাই সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদে প্রকাশিত হচ্ছে রিজভী ভাইয়ের গীতি কবিতায় আমার ১১তম একক এ্যালবাম ‘আমাকে জড়িয়ে রাখো’। এ এ্যালবামের তিনটি গান একটি থেকে অন্যটি ভিন্ন ধরনের। ফলে শ্রোতাদের কাছে এ্যালবামের গানগুলো উপভোগ্য হয়ে উঠবে বলে আশা করছি। রেজাউর রহমান রিজভী বলেন, সঙ্গীতাঙ্গনে আমার অন্যতম পছন্দের একজন মিউজিশিয়ান হলো রাকিব মোসাব্বির। এ কারণেই হয়ত আমার সবচেয়ে বেশি গানের কাজ হয়েছে রাকিবের সঙ্গেই। অনেকদিন ধরেই কেবল আমার গান নিয়েই রাকিব একটি পূর্ণাঙ্গ এ্যালবাম করবে বলে প্লান করছিল। এবারের ঈদে সে পরিকল্পনারই বাস্তব রূপ পাওয়া যাবে ‘আমাকে জড়িয়ে রাখো’ এ্যালবামের মাধ্যমে। সচরাচর আমি যে ধরনের গান লিখে থাকি, সে রকমেরই রোমান্টিক, সফট ও মেলোডি তিনটি গান নিয়ে এ্যালবামটি সাজানো হয়েছে। আশা করি শ্রোতারা গানগুলো পছন্দ করবেন। রাকিব জানিয়েছেন, ‘আমাকে জড়িয়ে রাখো’ এ্যালবামের তিনটি গানের মধ্যে দুটির মিক্স-মাস্টার হয়েছে মুম্বাই ও কলকাতা থেকে। রাকিব- রিজভী জুটির জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে- ‘সুখ পাখি’, ‘ছলনা’, ‘নন্দিনী’, ‘মন উদাসী’, ‘ছায়া’, ‘ভালবাসা এমনই’, ‘জানি এ মনে তুমি’, ‘মন যে দেওয়ানা’ প্রভৃতি। প্রসঙ্গত, ‘আমাকে জড়িয়ে রাখো’ এ্যালবামের তিনটি গানের মধ্যে একটি গানের ভিডিও ইতোমধ্যে নির্মিত হয়েছে। বাকি দুটি গানেরও ভিডিও শীঘ্রই নির্মাণ করা হবে বলে রাকিব মোসাব্বির জানিয়েছেন। সঙ্গীতাঙ্গনে কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক রাকিব মোসাব্বিরের যাত্রা শুরু ২০০৭ সালে। সেই হিসেবে সঙ্গীতাঙ্গনে এক দশক পার করেছেন তিনি। এই সময়ের মধ্যে তার সঙ্গীত পরিচালনায় দুই শতাধিক গান প্রকাশিত হয়েছে। নিজের একক এ্যালবাম করেছেন ১০টি।
×