ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কংগ্রেস নেতা রাহুল গান্ধী গ্রেফতার

প্রকাশিত: ০৪:২২, ৯ জুন ২০১৭

কংগ্রেস নেতা রাহুল গান্ধী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌর যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। নয়াগাঁওয়ের বিক্রম টেন্ট হাউসকে অস্থায়ী কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে। খবর এনডিটিভি অনলাইনের। ৬ জুন মন্দসৌরে কৃষকদের বিক্ষোভ মিছিলে গুলিতে পাঁচজন নিহত হন। কে বা কারা গুলি চালিয়েছে, তা স্পষ্ট না হলেও বিক্ষোভকারীদের দাবি, পুলিশ গুলি চালিয়েছে। তবে এই দাবি অস্বীকার করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেছেন, সেখানে পুলিশ কোন গুলি চালায়নি। কৃষকদের প্রতিবাদ মিছিলে কার নির্দেশে গুলি চালানো হলো, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। রাহুল গান্ধী মধ্যপ্রদেশের মন্দসৌর যাওয়ার জন্য বৃহস্পতিবার সকালে দিল্লী থেকে রওনা দেন। তিনি রাজস্থান হয়ে মধ্যপ্রদেশে ঢোকেন। পথে তিনি টুইট করেন, তার মন্দসৌর যাত্রা ঠেকাতে সরকার সক্রিয় হয়ে উঠেছে। মধ্যপ্রদেশে ঢোকার পর তিনি মোটরসাইকেলে করে মন্দসৌরের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু পথে নিমচেতে অবরোধ তৈরি করে রাখে পুলিশ। সেখানেই রাহুলকে থামিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাজ্য কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন রাহুল।
×