ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে সরকারী গাছ বিক্রি করলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ০৬:২৬, ৪ জুন ২০১৭

দুর্গাপুরে সরকারী গাছ বিক্রি করলেন আওয়ামী লীগ নেতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুর উপজেলার গোপালপুরে সরকারী রাস্তার পাশের বিভিন্ন প্রজাতির প্রায় ১৫টি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করে দিয়েছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। পাশের মোহনগঞ্জ বাজারের একটি স’ মিলে এসব গাছ দেড় লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যসহ গোপালপুর গ্রামের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন বলেও জানান। স্থানীয়রা অভিযোগ করেন, নওপাড়া ইউনিয়নের গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম শুক্রবার রাতে গোপালপুর নামোপাড়া এলাকায় সরকারী পাকা রাস্তার পাশের বিভিন্ন প্রজাতির প্রায় ১৫টি গাছ কেটে নেন। ওই রাতেই গাছগুলো রাস্তার পাশের একটি ডোবায় লুকিয়ে রাখা হয়। শনিবার দুপুরের দিকে গাছগুলো ভ্যানযোগে মোহনগঞ্জ বাজারের আব্দুস সাত্তারের স’ মিলে বিক্রি করে দেন। গোপালপুর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেন জানান, সাইফুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ার কারণে এলাকায় যা ইচ্ছে তাই করেন। প্রভাব খাটিয়ে তিনি রাতের আঁধারে গাছগুলো কেটে নিয়েছেন। বাবুল হোসেন আরও জানান, গাছ কেটে নেয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোন পদক্ষেপ নেননি। তবে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, গাছগুলো তার বাড়িতেই রেখেছেন। তিনি দাবি করেন, ওই গাছের কারণে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছিল। এ কারণে মাত্র তিনটি গাছ কেটেছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ইতোমধ্যে ব্যবস্থা নিতে সেখানে লোক পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার দুপুরে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান প্রমুখ। ইফতার সামগ্রী লুট নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ জুন ॥ রূপগঞ্জে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা বিএনপির ইফতার মাহফিলের সামগ্রী লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা প- করে দেয়া হয়। শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় ঘটে এ ঘটনা। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা জানান, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সাওঘাট মদিনা কমিউনিটি সেন্টারে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। খাওয়ানোর জন্য গত শুক্রবার সন্ধ্যায় আড়াই’শ মোরগ, দুই বস্তা চাল, তেলসহ রান্না করার সকল সামগ্রী আনা হয়।
×