ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদার টাকা না পেয়ে গরু ব্যবসায়ীকে পেটালো থানার লাইনম্যান!

প্রকাশিত: ২২:৩২, ৩১ মে ২০১৭

চাঁদার টাকা না পেয়ে গরু ব্যবসায়ীকে পেটালো থানার লাইনম্যান!

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় গরুর চাঁদা না পেয়ে ভরা হাটের গো-হাটিতে এসে গরু ব্যবসায়ীকে বেদম পেটালো থানার লাইনম্যান খ্যাত আব্দুল করিম। লাইনম্যান আব্দলি করিম উপজেলার সীমান্ত এলাকা কলমুডাঙ্গা গ্রামের মৃত নওশাদ আলীর পুত্র। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। জানা গেছে, প্রতি দিনের ন্যায় মঙ্গলবার উপজেলার উমইল হাটে বিক্রির জন্য সোমবার রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের চোরাকারবারী গরু ব্যবসায়ী মিলন, আবোল, সুলতান, তরিকুল ও আঃ মালেক ভারতীয় ২২টি গরু নিয়ে আসে। ভোরে তারা থানার লাইনম্যান আব্দুল করিমকে থানার জন্য নির্ধারিত প্রতিটি গরুর জন্য ৩শ’ টাকা চাঁদা পরিশোধ করে গরুগুলি উমইল হাটে নিয়ে আসে। কিন্তু গরু ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে মিলন কোন চাঁদা না দিয়েই তার ২টি গরু বাজারে নিয়ে এলে লাইনম্যান করিম তাকে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতেই সে ক্ষান্ত না হয়ে গো-হাটিতে এসে গরুর মালিক মিলনকে বেদম মারপিট করে ফিরে যায়। এ বিষয়ে সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক উমইল হাটে গিয়ে মার খাওয়া মিলনের সঙ্গে কথা হলে ঘটনার সত্যতা মিলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম জানান, তিনি থানায় নতুন এসেছেন। লাইনম্যান বলতে তিনি কিছুই বোঝেননা। তবে লোক মারফত এরুপ ঘটনা তিনিও শুনেছেন এবং অভিযুক্ত ব্যক্তিকে থানায় অভিযোগ দায়ের করতে বলেছেন বলে জানান। বুধবার গরু চোরাকারবারীর ঘটনায় থানায় চাঁদা পরিশোধের বিষয়টি এলাকায় জানাজানি হলে, এলাকায় সর্বমহলে সমালোচনার ঝড় উঠে।
×