ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় ছাত্রলীগের নির্দেশনা

প্রকাশিত: ০৪:২২, ২৯ মে ২০১৭

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় ছাত্রলীগের নির্দেশনা

অনলাইন রিপোর্টার ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস ‘মোরা’ পরবর্তী সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপকূলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ভৌগলিকভাবেই বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। যার ফলে প্রতি বছরই জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে আঘাত হানে। যখনই এদেশের বুকে কোনো দুর্যোগ দেখা দিয়েছে তখনি বাংলাদেশ ছাত্রলীগ সেই দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশের উপকূলবর্তী জেলাতে আঘাত করতে পারে। সেজন্য উপকূলীয় জেলাসমূহের ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ সম্পর্কে সবাইকে সচেতন করতে, সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পরামর্শ দিন, মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য পরামর্শ দিন, গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে রাখার পরামর্শ দিন। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস পরবর্তী সময়ে পুনর্বাসনের জন্য স্বেচ্ছাসেবক গঠন করুন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা জানিয়েছেন, ইতোমধ্যে উপকূলীয় সবকটি জেলার সাথে যোগাযোগ হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা সবাই সতর্ক আছে। তারা সাধারণ মানুষের পাশে আছে। যে কোন বিপদ মোকাবিলায় তারা প্রস্তুত আছে। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের এই নির্দেশনা সবাইকে জানাতে ছাত্র নেতারা তাদের ফেসবুকেও প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে।
×