ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: ০৭:০৪, ২৯ মে ২০১৭

ব্যতিক্রমী আয়োজন

ট্র্যাম্প ক্যাফে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এর কেয়ারি ক্রিসেন্ট এর ২য় তলায় অবস্থিত ট্র্যাম্প ক্যাফে রেস্টুরেন্ট। এখানে সেহেরি ও ইফতারের ব্যবস্থা রয়েছে। সেহেরিতে রাইস, ফিশ, চিকেন বিফ, মাটন থাকছে আর ইফতারিতে থাকছে কাবাব, সেটমেনু, ইফতারির রেগুলার আইটেম, জুস, সালাদ, মক্টেল ইত্যাদি। ডোনাল্ড ট্র্যাম্পের নামানুসারে এ বছরের এপ্রিলে তান্দুরি কাবাবের মাধ্যামে জনপ্রিয় হয় রেস্টুরেন্টটি। মজাদার সব খাবারের বাহার সাজিয়েছে ট্র্যাম্প ক্যাফে। ইফতারসহ ছোটখাট পার্র্টি ব্যবস্থা থাকছে এখানে। এ রেস্টুরেন্টে সেহেরিতে শতকরা ১০ ভাগ ছাড়, অকশনালি বিভিন্ন অফার আর স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা। আঞ্চলিক খানা আসছে রমজান মাসে পসচিম ধানমন্ডির রেস্টুরেন্ট আঞ্চলিক খানা সেহেরি ও ইফতারির এক বিশাল আয়োজন নিয়ে এসেছে। এই রেস্টুরেন্ট এর নাম এখন ভোজনপ্রেমীদের মুখে মুখে। রমজান মাসে ভোজনপ্রেমীরা একটু ভাল এবং রুচিসম্মত খাবার খেতে পছন্দ করেন। আর এজন্য স্থান হতে পারে আঞ্চলিক খানা রেস্টুরেন্ট। পিয়াজু, ছোলা, আলুর চপ, আস্ত মুরগীর রোস্ট, খাসির কালোভুনা, স্পেশাল পরাটা গরুর মগজ ভূনাসহ বিভিন্ন খাবারের সমাহার থাকছে ইফতারি আইটেমে, থাকছে পোড়া আম আর ডাবের কাচ্চির স্পেশাল জুস। সেহেরির আয়োজন থাকছে এখানে। দেশের সব আঞ্চলিক খাবার পেতে আপনাকে আসতেই হবে আঞ্চলিক খানায়। বিয়ে বাড়ি অনেকদিন বিয়ে খাওয়া হইনি, সামনে কোন বিয়ের দাওয়াতও নেই কিন্তু বিয়ের পরিবেশ আর বিয়ের খাবার খাওয়ার ইচ্ছে। এই পরিবেশে ইফতার কিংবা সেহেরি করলে কেমন হয়। যাদের ইচ্ছে করছে তারা আসতে পারেন ধানমন্ডি জিগাতলা বাসস্ট্যান্ড এর কেয়ারি ক্রিসেন্ট এর ৮ম তলায় বিয়ে বাড়ি রেস্টুরেন্টে। এই রমজান মাস উপলক্ষে এই রেস্টুরেন্টটি সেহেরিতে চিনিগুড়া চালের ভাত, ভর্তার সমাহার, বীফভুনা, রুপচাদা, ইলিশ, রুই’য়ের দোপেয়াজা ফ্রাই, আর চিংড়ির মালাইকারি থাকছে। ইফতারিতে থাকছে সচারচার ইফতারি আইটেম, তিনটি প্লেটার, মোরগ পোলাও, তেহেরি, স্পেশাল খাবার। যার মধ্যে কিনা আপনি আপনার পছন্দের একটি বেছে নিতে পারেন।
×