ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কানে বাংলাদেশের দুই নির্মাতা

প্রকাশিত: ০৭:০৪, ২৭ মে ২০১৭

কানে বাংলাদেশের দুই নির্মাতা

সংস্কৃতি ডেস্ক ॥ ইন্টারন্যাশনাল এমার্জিং ফিল্ম ট্যালেন্ট এ্যাসোসিয়েশন (আইএফটা)’র সহায়তায় ‘ঢাকা টু কান’ কার্যক্রম আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশ (আইএফআইবি)। এ কার্যক্রমের আওতায় বাংলাদেশ থেকে দুই প্রতিশ্রতিশীল নির্মাতা- আবেদ মল্লিক ও লুবনা শারমিন সুযোগ পান কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের। আজ শনিবার কানের প্ল্যাজ রয়্যালে ‘ঢাকা টু কান সেলিব্রেশন অব ট্যালেন্ট’ শিরোনামে এই দুই নির্মাতাকে সংবর্ধনা জানায় আইএফটা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফটার প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য মার্কো অরসিনি, প্রতিষ্ঠানটির বাংলাদেশের পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও আইএফআইবির প্রেসিডেন্ট সামিয়া জামান। আইএফআইবি-র ওয়েবসাইটে আসা বাংলাদেশের বেশ ক’জন তরুণ ও নবীন নির্মাতাদের আবেদনপত্রের মধ্য থেকে লুবনা শারমিন ও আবেদ মল্লিককে বাছাই করে আন্তর্জাতিক বিচারকম-লী। বাংলাদেশী নির্মাতাদের বিশ্ব চলচ্চিত্র আসরে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেয়ার মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে তাদের আরও নিবিড় পরিচয়ের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ বলে জানান সামিয়া জামান। কান চলচ্চিত্র উৎসবের চলতি আসরে অংশগ্রহণ করেন ‘শুনতে কি পাও?’ নির্মাতা কামার আহমাদ সাইমন, তার স্ত্রী প্রযোজক সারা আফরীন, পরিচালক আবু সাইয়ীদ, চলচ্চিত্র সংগঠক আহমেদ মুজতবা জামাল, পশ্চিমবঙ্গের নির্মাতা অপর্ণা সেন প্রমুখ।
×