ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমপিদের সক্ষমতা কাজে লাগিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান

প্রকাশিত: ০৮:১২, ১৬ মে ২০১৭

এমপিদের সক্ষমতা কাজে লাগিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী উন্নয়নশীল দেশসমূহের সংসদ সদস্যগণের সক্ষমতাকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। সোমবার সিঙ্গাপুরে প্যান প্যাসেফিক হোটেলে রাজারতন স্কুল অব ইন্টারন্যাশনাল স্ট্যাডিস-ডব্লিউটিও সেক্রেটারিয়েট আয়োজিত ‘সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কর্মশালা- ২০১৭’ উদ্বোধনী সেশনে তিনি এ আহ্বান জানান। বাণিজ্যকে অর্থনীতির মূল চালিকা শক্তি অভিহত করে স্পীকার বলেন, যে সকল রাষ্ট্রসমূহের সীমিত সম্পদ রয়েছেÑ দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে তাদের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। প্রথমদিনের শেষে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুর পার্লামেন্টের স্পীকার এমডিএম হালিমাহ ইয়াকুবের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। এছাড়াও তারা নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, নারীর আর্থসামাজিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতারোধ, সংসদীয় রীতিনীতি ও চর্চা, সংসদীয় কার্যক্রমে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। স্পীকার বলেন, বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
×