ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যসহ নিহত ১০ ॥ আহত ২৭

প্রকাশিত: ০৬:২১, ১৬ মে ২০১৭

সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যসহ নিহত ১০ ॥ আহত ২৭

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য, নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মী, বগুড়ায় পিকআপ ভ্যানের দুই যাত্রী, সীতাকু-ে ট্রাকচালক ও মাইক্রো যাত্রী, বরিশালে পথচারী এবং কক্সকাজারে কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। এছাড়া গাইবান্ধায় ২০ ও মুন্সীগঞ্জে সাত বাসযাত্রী আহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া ॥ সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য (ডিজিএফআই) তুহিনুজ্জামান (২৮) নিহত হয়েছেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত তুহিনুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন। প্রেষনে ডিজিএফআই-এসিলেটের হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে মোটর সাইকেলে সিলেট থেকে ঢাকা আসার সময় ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতায় তিনি দুর্ঘটনায় পতিত হন। দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় পাঠালে নরসিংদীতে তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় নিহতের লাশ নিতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার নরসিংদীতে আসে। নীলফামারী ॥ বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পরিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা সদরের চড়াইখোলা পশ্চিম কুচিয়ার মোড় ওই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। নিহতরা হলেনÑ ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আইনুল হক (৪০) ও ওই উপজেলার রামডাঙ্গা পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) আনোয়ারুল হক (৪৫)। জানা যায়, পরিবার পরিকল্পনা বিভাগের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ রবিবার হতে দিনাজপুর শুরু হয়। তারা দুইজন ওই প্রশিক্ষণে অংশ নেন। সোমবার দুপুরে ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আইনুল হকের শিশুপুত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবরে তারা মোটরসাইকেল যোগে ডিমলা ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক হতে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। বগুড়া ॥ সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলেনÑ বগুড়ার এরুলিয়ার রায়হান প্রামাণিক (৩৫) ও রংপুরের মিঠাপুকুরের আলু ব্যবসায়ী জহুরুল (৫০)। এছাড়া এ ঘটনায় আহত ১ জনকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, সোমবার ভোর ৬টার দিকে মহাস্থান ব্রিজের কাছে রংপুরগামী ট্রাকের পেছনে অপর একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুইজন নিহত হন। পিকআপ ভ্যান ও ট্রাক আটক করা হয়েছে। সীতাকু- (চট্টগ্রাম) ॥ মাইক্রোবাস ও ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও মাইক্রোবাসের যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেনÑ বরিশাল জেলার হাসান হাওলাদারের পুত্র ট্রাকচালক বজলুর রহমান (৬০) ও ফেনী ফুলগাজী থানার হাসানপুর গ্রামের মাইক্রোবাস যাত্রী নির্মল কুমারের পুত্র স্বপন কুমার (৩৫)। রবিবার গভীর রাতে উপজেলার সলিমপুর ফৌজদারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রামমুখী মাইক্রোবাস ফৌজদারহাট অতিক্রমকালে বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বিকল হওয়া ট্রাকের মেরামত করার সময় ট্রাকচালক গুরুতর আহত হয় ও মাইক্রোবাসের যাত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকচালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সোমবার শেষ রাতে তারও মৃত্যু হয়। বরিশাল ॥ গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ার গৈলা রথখোলা নামকস্থানে সোমবার সকাল সাড়ে দশটায় মাছবোঝাই নসিমনের চাপায় নাঘার গ্রামের শিশু বাড়ৈ (৫৫) নামের পথচারী নিহত হয়েছেন। জানা গেছে, নসিমনের চাপায় গুরুতর আহত শিশু বাড়ৈকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে দুপুর একটায় শিশু বাড়ৈ মারা যান। কক্সবাজার ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। সোমবার সকালে শহরতলীর পাওয়ার হাউস এলাকায় এবং মালুমঘাট ছগিরশাহ দরগাহ গেইট এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে। মোটর সাইকেল এবং মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে কক্সবাজার কলেজের এমবিএ পরীক্ষার্থী সাদেক টেকনাফ দমদমিয়ার হাজী সামশুল আলমের ছেলে। অপরদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা মালুমঘাট ছগিরশাহ দরগাহ গেইট এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় নিহত রোকন উদ্দিন হানিফ চৌধুরী পেকুয়া সদর আন্নর আলী মাতবরপাড়ার শামসুল আলম চৌধুরী ওরফে শামসু মিয়ার ছেলে। গাইবান্ধা ॥ পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় সোমবার যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টায় বগুড়া থেকে গাইবান্ধাগামী জাহান পরিবহনের যাত্রীবাহী বাস উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ডসংলগ্ন সরকার তেলের পাম্পের কাছাকাছি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর উপজেলার ছনবাড়িতে সোমবার বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৭ বাস যাত্রী আহত হয়েছে। সংঘর্ষের কিছু পরেই প্রচ- শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসটি পুড়ে যায়। এ সময় মহাসড়কটিতে যান চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পরপরই যাত্রীরা নেমে যাওয়ায় তাদের জীবন রক্ষা হয়। পঞ্চগড়ে দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবীণ রাজনীতিক জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি খবির উদ্দিন আহাম্মেদ (৭০) অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। গুরুতর আহত এই প্রবীণ আওয়ামী লীগ নেতা টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার রাত দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার দুপুরে তার মরদেহ ঢাকা থেকে পঞ্চগড়ে নিয়ে আসা হয়। এরপর জেলা আওয়ামী লীগ অফিসের সামনে কিছু সময় রাখার পর তার নিজ গ্রামের বাড়ি সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পতিপাড়ায় নিয়ে যাওয়ার পর বিকেল ৫টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
×