ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবতার চর্চা যাঁর নিশ্বাসে বিশ্বাসে

প্রকাশিত: ০৪:১৩, ৬ মে ২০১৭

মানবতার চর্চা যাঁর নিশ্বাসে বিশ্বাসে

ভাষাসৈনিক আবদুল হামিদ আখন্দ সড়কের আবদুল লতিফ উকিলের মেয়ে হোমায়রা লতিফ পান্না। মা নূরজাহান লতিফ। সাত ভাই-বোনের মধ্যে পান্না তৃতীয়। এদের পরিবার প্রথম থেকেই প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাবা আবদুল লতিফ উকিল ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিয়ভাজন। হোমায়রা লতিফ পান্না নারী অধিকার সংরক্ষণ, বাল্যবিয়ে রোধ এবং নারী উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘জয়িতা’ পদকে ভূষিত হয়েছেন। প্রগতিশীল, মানবিক, অসাম্প্রদায়িক ও কুসংস্কারের উর্ধে মুক্তমনা এই মানুষটির স্বপ্ন শেষ জীবনে হলেও তিনি মাদারীপুরে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে সমাজের অবহেলিত-অসহায় বৃদ্ধদের সেবা করবেন। -সুবল বিশ্বাস, মাদারীপুর থেকে
×