ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগে অনিয়ম

প্রকাশিত: ২৩:০৬, ৩০ এপ্রিল ২০১৭

গাইবান্ধায় দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা শহরের ভিএইড রোডস্থ কে.এন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে একাধিক মামলার আসামি মাদকাসক্ত ব্যক্তি রাজিব আলমকে নিয়োগের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা গেছে, জেলা শহরের মমিনপাড়ার মৃত ইদ্রিস আলমের ছেলে মো. রাজিব আলমকে কে.এন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগ দেয়ার পায়তারা চালানো হচ্ছে। এমনকি ওই নিয়োগে অন্য কোন প্রার্থীকে আবেদন করতেও দেয়া হয় নাই। বর্তমানে রাজিব আলমের বিরুদ্ধে চাঁদাবাজি এবং জায়গা দখলের মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাই ওই নিয়োগ বন্ধে এলাকাবাসির পক্ষ থেকে জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা পৌর মেয়র, সদর উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
×