ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীতাকুন্ডে ৩ লক্ষ চিংড়ি পোনা আটক

প্রকাশিত: ০২:৩৬, ২৯ এপ্রিল ২০১৭

সীতাকুন্ডে ৩ লক্ষ চিংড়ি পোনা আটক

নিজস্ব সংবাদদাতা,সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ড ৩ লক্ষ পিছ চিংড়ি পোনা আটক করেছে উপজেলা মৎস্য অফিস। শনিবার ভোরে উপজেলার বড় দারোগারহাট এলাকা থেকে খুলনাগামি মিমজাল পরিবহনে তল্লাসি চালিয়ে ৩ লক্ষ পিছ চিংড়ি পোনা আটক করে। আটক পরবর্তী বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হি ম্যাজিট্রেট মোহাম্মদ রুহুল আমিন চিংড়ি পোনা কুমিরা ঘাটঘর সমুদ্র এলাকায় অবমুক্ত করে। জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী উপজেলার নদী ও সমুদ্র থেকে মশারীর নেট দিয়ে নদী ও সমুদ্র থেকে চিংড়ি পোনা ধরে অসাধু উপায়ে বিক্রি করে আসছিল। এ চিংড়ি পোনা ধরতে গিয়ে অসাধু ব্যবসায়ীরা নদী ও সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট করছিল। যে মাছগুলো বড় হলে সাগরে মাছের আহরণ বেড়ে যায়। এসব চিংড়ি পোনা আহরণ করতে গিয়ে এক শ্রেণীর মৎস্য ব্যবসায়ীরা মৎস্যখাত ধ্বংসের দিতে ঠেলে দিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি উপজেলা নিবার্হি ম্যাজিট্রেট রুহুল আমিনকে অবহিত করে। পরে নিবার্হি ম্যাজিট্রেটসহ উপজেলার বড় দারোগারহাট এলাকায় অবস্থান নিয়ে খুলনাগামী মিমজাল পরিবহন গাড়ি তল্লাসি চালিয়ে ১৬টি ড্রামে ৩ লক্ষ চিংড়ি পোনা আটক করে। আটক পরবর্তী এসকল চিংড়ি পোনা কুমিরাঘাটঘর এলাকায় নিবার্হি ম্যাজিট্রেটের উপস্থিতিতে অবমুক্ত করা হয়। এ সময় অবৈধ এসব চিংড়ি পোনা পরিবহন করায় গাড়ির চালক ও হেলফারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। আটককৃত চিংড়ি পোনা মূল্য প্রতিটি পোনা দেড় টাকা করে সাড়ে ৪ লক্ষ টাকা বলে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান।
×