ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গবাদিপশু বিক্রির হিড়িক

প্রকাশিত: ০০:২২, ২৯ এপ্রিল ২০১৭

গবাদিপশু বিক্রির হিড়িক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ একদিকে অর্থাভাব এবং অন্যদিকে গো-খাদ্য সঙ্কটের কারণে দুর্গত এলাকায় গবাদিপশু বিক্রির হিড়িক পড়ে গেছে। বাজারে পানির দরে গরু বিক্রি হচ্ছে। জানা গেছে, ফসল মার খাওয়ায় কৃষক পরিবারগুলোতে বিরাজ করছে চরম অর্থাভাব। খাদ্যাভাব দূর এবং দাদন ব্যবসায়ীদের ঋণ পরিশোধ করতে অনেকে হালের গরু ও ছাগল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ধানের খড় সংগ্রহ করতে না পারায় গো-খাদ্যেরও তীব্র সঙ্কট দেখা দিয়েছে এলাকায়। এ কারণেও অনেকে গবাদিপশু ধরে রাখতে পারছেন না। জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার প্রায় ৮ লক্ষাধিক গবাদিপশুর মধ্যে ৪ লাখ ১৩ হাজার ২শ ৩৪টি গবাদিপশু ঝুঁকির মধ্যে রয়েছে। এ সুযোগে বিভিন্ন জেলার পাইকাররা গবাদিপশু কেনার জন্য হাওড় এলাকার বাজারগুলোতে ভিড় করছেন। তারা প্রতিদিন ট্র্রাক ভরে গরু কিনে অন্য জেলায় স্থানান্তর করছেন। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অকালবন্যায় জেলার দশ উপজেলার ১লাখ ৮৪ হাজার ৩শ ২০ হেক্টর বোরো জমির মধ্যে ৬৯ হাজার ৭শ ১০ হেক্টর জমিই তলিয়ে গেছে। এতে ৮৬টি ইউনিয়নের মধ্যে ৬৯টি ইউনিয়নই ক্ষতিগ্রস্থ হয়েছে। ধানের ক্ষতি হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৩শ ৪৭ মেট্রিক টন। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ উপজেলাগুলো হচ্ছে- খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দা উপজেলা। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্থ উপজেলাগুলো হচ্ছে- নেত্রকোনা সদর, বারহাট্টা, আটপাড়া, পূর্বধলা, কেন্দুয়া ও দুর্গাপুর।
×