ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোচনায় বক্তারা

হাওড়ে বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তন দায়ী

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ এপ্রিল ২০১৭

হাওড়ে বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তন দায়ী

সংসদ রিপোর্টার ॥ সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাওড়গুলোতে চলমান বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। তারা বলছেন, শিল্পায়নের নামে উন্নত দেশগুলো যে হারে কার্বন নিঃসরণ করছে তার বিরূপ প্রভাব পরিবেশের ওপর পড়ছে এবং ভুক্তভোগী হচ্ছেÑ বাংলাদেশসহ অন্য উন্নয়নশীল দেশগুলো। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি উন্নত দেশগুলো দিয়েছে তা পূরণে তারা কার্যকরী ভূমিকা রাখছে না। পরিবেশবিদরা দায়ী দেশগুলোকে তাদের দেয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানানোর পাশাপাশি ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনের আইপিডি কনফারেন্স কক্ষে সোমবার সর্বদলীয় জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় ফোরাম ও কোস্ট ট্রাস্টের যৌথ আয়োজনে ‘উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, শিশু-কিশোর-যুবকদের সুরক্ষা : মনপুরা দ্বীপের উদাহরণ’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পরিবেশ বিজ্ঞানী ড. আইনুন নিশাত, অধ্যাপক ড. শারমিদ নিলোর্মি, বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেইগবেডার, সাইমুম সরোয়ার কমল এমপি, টিপু সুলতান এমপি, নবী নেওয়াজ এমপি, জেবুন্œেছা আফরোজ এমপি প্রমুখ। জলবায়ু পরিবর্তনকে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত সমস্যা প্রকট হচ্ছে। উন্নত দেশগুলো শিল্পায়নের নামে যে হারে কার্বন নিঃসরণ করছে তার বিরূপ প্রভাব পরিবেশের ওপর পড়ছে এবং এর ভুক্তভোগী হচ্ছেÑ বাংলাদেশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো জলবায়ুর পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন সরকার এর আগে কেউই ছিল না। জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিশ্ব জনমত গড়ে তুলতে প্রধানমন্ত্রী জোরালো বক্তব্য তুলে ধরেছেন। এ সময় উপস্থিত ইউনিসেফসহ অন্যান্য পরিবেশবাদী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে ডেপুটি স্পীকার বলেন, পরিবেশের ভারসম্য নষ্ট করছে উন্নত বিশ্ব আর তার খেসারত দিচ্ছে আমাদের সরকার। তিনি বলেন, বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
×