ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী কারাগারে কয়েদির আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ২২:৪৮, ২৪ এপ্রিল ২০১৭

রাজশাহী কারাগারে কয়েদির আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আক্তার হোসেন (৪২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে খাবার থালা ওয়ালে ঘসে ধারালো করে তা নিজের পেটে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে সে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই কয়েদির বাড়ি মোহনপুর উপজেলার তোনিয়াপাড়া গ্রামে। একটি হত্যা মামলায় আক্তারের ফাঁসির আদেশ হয়েছিল। পরে উচ্চ আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। প্রায় ১৪ বছর ধরে সে কারাভোগ করছে। সিনিয়র জেল সুপার বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৫ নম্বর ওয়ার্ডে থাকতো কয়েদি আক্তার হোসেন। রবিবার রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত ওই ওয়ার্ডে সে নিজেই এনডাবলু (নাইট ওয়াচ) হিসেবে পাহারার দায়িত্বে ছিলো। রাতে অন্যরা ঘুমিয়ে গেলে সে এ কান্ড ঘটনায়। তবে এসময় অন্য কয়েদিরা টের পেয়ে কারারক্ষীদের খবর দেয়। রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাদ দিয়ে জানিয়েছেন সিনিয়র জেল সুপার। তবে আত্মহত্যার কারন এখনো জানা যায়নি। সিনিয়র জেল সুপার বলেন, মানসিকভাবে সে কিছুটা ভারসাম্যহীন।
×