ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যানইউ ছাড়ছেন ইব্রাহিমোভিচ!

প্রকাশিত: ০৬:০৫, ২৪ এপ্রিল ২০১৭

ম্যানইউ ছাড়ছেন ইব্রাহিমোভিচ!

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স যত বাড়ছে ধার যেন আরও বাড়ছে জ¬াতান ইব্রাহিমোভিচের। তারকা এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছেন। ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত এখন তিনি। ম্যানইউর হয়ে প্রতিটি ম্যাচেই নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। কিন্তু কপাল খারাপ ৩৫ বছর বয়সী এই ফুটবলারের। গত বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লীগ ফুটবলে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের বিরুদ্ধে হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন সুইডিশ তারকা। লিগামেন্টের গুরুতর এই ইনজুরির কারণে দুর্দান্ত সময় কাটানো ইব্রার হয়ত আর চলতি মৌসুমে মাঠে নামা হচ্ছে না। রবিবার ক্লাব সূত্রে এমন ইঙ্গিতই দেয়া হয়েছে। একই ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোজোও হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে ম্যানইউ তাদের ওয়েবসাইটে এক বিবৃবিতে জানিয়েছে, ইউরোপা লীগে রোজো ও ইব্রাহিমোভিচ গুরুতর হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে তাদের ইনজুরির মাত্রা আরও সঠিকভাবে জানা যাবে। ওই ম্যাচে ইব্রা নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। অতিরিক্ত সময়ে মার্কোস রাশফোর্ডের গোলে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ইউনাইটেড। গত বছর প্যারিস সেইন্ট-জার্মেইন থেকে ফ্রি ট্রান্সফার উইন্ডোতে ম্যানইউতে যোগ দেয়ার পর থেকেই ইব্রাহিমোভিচ ২৮টি গোল করেছেন। লীগ কাপে ইউনাইটেডের জয়ের ভিত গড়ে দেন। ইব্রাহিমোভিচের এক বছরের চুক্তি মৌসুমের পরে শেষ হয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে সুইড এই তারকা হয়ত ইউনাইটেডের জার্সি গায়ে তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। গুজব আছে আগামী মৌসুমে তিনি মেজর লীগ সকারে যোগ দিতে যাচ্ছেন। তবে তার অনুপস্থিতিতে ইউনাইটেডের প্রিমিয়ার লীগে চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। অন্যদিকে রোজোর ইনজুরিও ম্যানইউর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত যেহেতু ইংল্যান্ডের দুই সেন্ট্রাল ডিফেন্ডার ফিল জোন্স ও ক্রিস স্মলিং বিশ্রামে থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে, এ কারণে রোজোর ইনজুরি রেড ডেভিলসদের রক্ষণভাগের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। গত বছর ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন ছেড়ে ম্যানইউতে এসেছেন ইব্রা। আসার পর থেকেই আলো ছড়িয়ে চলেছেন। এর আগ ফরাসী চ্যাম্পিয়নদের হয়েও ধারাবাহিক দ্যুতি ছড়িয়েছেন। গড়েছেন একের পর এক রেকর্ড। এর মধ্যে অন্যতম পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে ২০১২ সালে পিএসজিতে নাম লেখান ইব্রাহিমোভিচ। ফ্রান্সের শীর্ষ ক্লাবটির হয়ে এ নিয়ে ১১৩ গোল করেছেন ১২২ ম্যাচে। এর আগে পিএসজির হয়ে সর্বোচ্চ ১০৯টি গোলের রেকর্ড ছিল পেড্রো পলেটার। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত পিএসজিতে খেলেন পর্তুগালের এই ফুটবলার। অথচ তার কয়েক মাস আগেই ইব্রা বেয়ার্ন মিউনিখে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এক সাক্ষাতকারে পেশাদার ক্যারিয়ারের ইতি টানার আগে সেখান থেকে জার্মান ক্লাব বেয়ার্নে খেলার আকাক্সক্ষার কথা জানান ইব্রা। তবে শেষ পর্যন্ত তিনি বেয়ার্নে যাননি। পাড়ি জমিয়েছেন ইংলিশ পরাশক্তি ম্যানইউতে। এখন শোনা যাচ্ছে, ম্যানইউ ছেড়ে সকার লীগে যেতে পারেন সাবেক সুইডেন অধিনায়ক।
×