
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি গ্রীন লাইন-২ লঞ্চটি বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় বালুবাহী একটি কার্গোর ধাক্কায় লঞ্চের নিচের অংশ পানিতে তলিয়ে গেছে । লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের ধারে নেয়ায় দুই শতাধিক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
এ ঘটনায় কার্গোটি পানিতে ডুবে গেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা গ্রীন লাইন-২ লঞ্চের এক যাত্রী বলেন, বেলা ৩টায় গ্রীন লাইন-২ লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বেলতলা এলাকায় বালুবাহী একটি কার্গো লঞ্চটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।