ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেলারুশ ও পোল্যান্ড গেছেন

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ এপ্রিল ২০১৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেলারুশ ও পোল্যান্ড গেছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ বেলারুশ ও পোল্যান্ডে চার দিনের সফরে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার বেলারুশের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন তিনি। তার সঙ্গে গেছে ১০ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ বুধবার বেলারুশে অবস্থানকালে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া বেলারুশের পররাষ্ট্র সম্পর্ক ও জাতীয় নিরাপত্তাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং দেশটির জাতীয় পরিষদের সদস্য সের্গেই রাখমানভের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সের্গেই রাখমানভ ঢাকায় সদস্য শেষ হওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউয়ের সম্মেলনে যোগ দিয়েছিলেন। বেলারুশ পক্ষ একটি বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে। এতে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ২০ থেকে ২২ এপ্রিল পোল্যান্ড সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আফ্রিকাবিষয়ক উপমন্ত্রী, অভ্যন্তরীণ নাব্য ও সমুদ্র অর্থনীতি বিষয়কমন্ত্রী, সমাজকল্যাণ, পরিবার ও শ্রমমন্ত্রী, অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এবং পোলিশ জাতীয় চেম্বারের সভাপতির সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য প্রতিনিধি দল আরওকয়েকটি অনুষ্ঠানে যোগ দেবে। পোলিশ পক্ষ পোলিশ জাতীয় চেম্বারে একটি বাণিজ্যবিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে দুই দেশের বাণিজ্য প্রতিনিধি দল বাণিজ্য বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবে। এই সফরকালে বেলারুশ ও পোল্যান্ডের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মর্যাদার সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুর ওপর আলেচনা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উল্লেখ্য, ২০১৫ সালে পোল্যান্ডের ওয়ারশয়ে বাংলাদেশের দূতাবাস পুনরায় খোলা হয়েছে। ২২ এপ্রিল ওয়ারশে বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ বরণের কর্মসূচী গ্রহণ করেছে। এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তার সফরসঙ্গী দল।
×