ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় জঙ্গী আস্তানার অভিযানে ব্যবহার হচ্ছে ড্রোন

প্রকাশিত: ২২:১৭, ৩১ মার্চ ২০১৭

কুমিল্লায় জঙ্গী আস্তানার অভিযানে ব্যবহার হচ্ছে ড্রোন

অনলাইন রিপোর্টার ॥ কুমিল্লার কোর্টবাড়ী এলাকায় জঙ্গী আস্তানা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করছে ড্রোন। জঙ্গিদের অবস্থান এবং কী পরিমাণ বিস্ফোরক আছে সে সম্পর্কে তথ্য পেতে ড্রোন ব্যবহার করছে। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এ অভিযানে ড্রোন ব্যবহার করা হচ্ছে। জঙ্গীদের অবস্থান নিশ্চিত করতে আস্তানার ভেতরে ড্রোন পাঠানো হয়। শুক্রবার সকাল ১১টা থেকে কোটবাড়ীর জঙ্গি আস্তানায় সোয়াট টিম অপারশেন স্ট্রাইক আউট শুরু করেন। আস্তানার ভেতরে তিনটি টিয়ার সেল ছোড়া হয়েছে। এছাড়া গোলাগুলির শব্দ শোনা গেছে’’। কোটবাড়ীর নির্মাণাধীণ তিনতলা বাড়ির অন্য বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়ির তিনতলাতেই জঙ্গি আস্তানা। বাড়ির উপরে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। অভিযান চালানোর আগে ওই এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মনতোষ মধু।
×