ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিমের ভেতরে 'প্লাস্টিকের' কুসুম! ( ভিডিও সহ)

প্রকাশিত: ১৯:১৮, ৩১ মার্চ ২০১৭

অনলাইন ডেস্ক ॥ মেয়েকে ডিমের ওমলেট করে খাওয়ানোর জন্য স্থানীয় দোকান থেকে কয়েকটি ডিম কিনেছিলেন কলকাতার কড়েয়া থানার এলাকার বাসিন্দা অনিতা কুমার। কিন্তু সেই ডিম ফাটাতেই যা বেরিয়ে এল তা রীতিমতো সন্দেহজনক। শেষ পর্যন্ত রহস্যজনক ডিম নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন ওই গৃহবধূ। অনিতাদেবীর অভিযোগ, প্রথমে একটি ডিম ফাটাতেই তার মধ্যে থেকে প্লাস্টিক জাতীয় জিনিস বেরিয়ে আসে। প্রথমে তিনি করেন, ডিমটি হয়তো নষ্ট। ফের একটি ডিম ফাটাতেই একই ধরনের সন্দেহজনক জিনিস বেরিয়ে আসে। ওই গৃহবধূ এবং তাঁর পরিবারের সদস্যরা একমত হন, ডিমের ভিতরে প্লাস্টিক জাতীয় জিনিস রয়েছে। অনিতাদেবীর সন্দেহ হয়, এগুলি চিনা নকল ডিমও হতে পারে। কারণ, ডিমের কুসুমগুলি ভাজার পরে সেগুলি প্লাস্টিকের মতোই শক্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, প্লাস্টিক পোড়া গন্ধও বেরোচ্ছিল বলে দাবি করেন ওই গৃহবধবূ। এর পরেই কড়েয়া থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার। থানা থেকে জানানো হয়, পরীক্ষার জন্য ওই ডিমগুলি খাদ্য দফতরে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে পুলিশ। অনিতাদেবী জানিয়েছেন, তিনি চান এই ধরনের কৃত্রিম ডিমের বিষয়ে সচেতন হোক মানুষ।
×