ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গেণ্ডারিয়ায় সন্ত্রাসীরা ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৮:১৬, ৩১ মার্চ ২০১৭

গেণ্ডারিয়ায় সন্ত্রাসীরা ব্যবসায়ীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার গে-ারিয়ায় সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। কদমতলীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক গৃহবধূ। পল্লবীতে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীতে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বামীবাগে সন্ত্রাসীরা প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জাকির হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে চার মুখোশধারী খুব কাছ থেকে জাকিরকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুপুর দুটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ॥ কদমতলীর রায়েরবাগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পলি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের দেবর বাবু জানান, বৃহস্পতিবার সকালে মদিনাবাগের বাসার পানির মোটরের সুইচ চালাতে গিয়ে ভাবি পলি বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রমিকের মৃত্যু ॥ পল্লবীতে নির্মাণাধীন ছয়তলা ভবনের চারতলা থেকে পড়ে ইসমাইল হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডুমুরা উপজেলার চিলাহাটি গ্রামে। নিহতের সহকর্মী তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিববার সকাল নয়টায় নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করতে গিয়ে ইসমাইল নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃৃত্যু ॥ যাত্রাবাড়ীতে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ধনিয়া কলেজের সামনে রাস্তায় হাঁটছিলেন অজ্ঞাত (৫০) এক পথচারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত বারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে তার লাশ ঢামেক মর্গের হিমাগারে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
×