ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিইউ সম্মেলন ঘিরে শাহজালালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:৫৩, ২৯ মার্চ ২০১৭

আইপিইউ সম্মেলন ঘিরে শাহজালালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন ও বহির্গমন হলে দর্শনার্থীদের প্রবেশে আগামী ১০ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। মঙ্গলবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। আইপিইউ সম্মেলন ঘিরে সার্বিক নিরাপত্তার স্বার্থে গতকাল থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন ও বহির্গমন হলে কোন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। জানা যায়, আইপিইউ সম্মেলন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতেই এ নিষেধাজ্ঞা জাাির করা হয়। মঙ্গলবার দুপুরে সিভিল এ্যাভিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের এক জরুরী বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের উদ্বোধন হবে আগামী ১ এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ৫ এপ্রিল পর্যন্ত সম্মেলনের বিভিন্ন অধিবেশন বসবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দেশে জঙ্গীবিরোধী অভিযানের মধ্যে গত শুক্রবার বিমানবন্দরের সামনের সড়কে বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনার পর বিমানবন্দর দিয়ে বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের একজনের বেশি দর্শনার্থী না আনতে অনুরোধ জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দরের প্রবেশপথে চেকপোস্টে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হয়। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ফুটপাথে বসানো হয় আর্চওয়ে। কেউ বিমানবন্দরে প্রবেশ করতে চাইলে তাকে তল্লাশির পাশাপাশি টিকেট দেখা হচ্ছে। বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা জনকণ্ঠকে বলেন, দেশের বৃহৎ স্বার্থেই এ সিদ্বান্ত নেয়া হয়েছে। এতে দর্শনার্থীদের সাময়িক ভোগান্তি হলেও আইপিইউ সম্মেলনকে সফল করার জন্যই এহেন সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের পর দুপুর বারোটার পর থেকেই টিকেট কেটে বিমানবন্দরে প্রবেশের কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়। গেটের ইজারা প্রতিষ্ঠানের মালিক ওয়াহিদ জানিয়েছেন, সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষ আপাতত দশ দিনের জন্য টিকেট বিক্রি বন্ধ রাখার অনুরোধ করায় তাৎক্ষণিক সেটা কার্যকর করেছি আমরা। কারণ আমাদের ব্যবসার চেয়ে দেশের স্বার্থ অনেক বড়। এ দশ দিনে হয়ত আমাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হবে। তবুও আমরা সেটা মেনে নিয়েছি।
×