ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে মানববন্ধন

প্রকাশিত: ২১:৪৮, ২৮ মার্চ ২০১৭

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে মুখে কালো কাপড় পরে শেরপুরে মানববন্ধন করেছে জেলার ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ব্যানারে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শেরপুর, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী পৌরসভার প্রায় আড়াই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আবু লায়েস মোঃ বজলুল করিম, সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন, প্রকৌশলী সাইদুল ইসলাম, প্রকৌশলী আব্দুল মোতালেব, প্রকৌশলী খোরশেদ আলম, রফিকুজ্জামান ঝন্টু, ফারুক আহমেদ, এসএম আবু সাইদ, জমির উদ্দিন, শামীম হোসেন, গোলাম রব্বানী, মোশারফ হোসেন প্রমুখ। ওইসময় তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল।
×