ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্যামসাংয়ের নতুন সেবা এ্যাসিস্ট্যান্ট বিক্সবি

প্রকাশিত: ০৬:২২, ২৫ মার্চ ২০১৭

স্যামসাংয়ের নতুন সেবা এ্যাসিস্ট্যান্ট বিক্সবি

২৯ মার্চ উন্মোচনের কথা রয়েছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৮। এই ফোনটির মাধ্যমেই উন্মোচন করা হতে পারে বিক্সবি, জানিয়েছে সিএনএন। স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন প্রধান ইনজং রি এক ব্লগ পোস্টে জানান, নতুন গ্যালাক্সি এস৮-এ বিক্সবি যোগ করা হবে। গ্যালাক্সি নোট ৭ বিপর্যয়ের পর নতুন এ ডিভাইসটি দিয়ে আবারও গ্রাহকের মন জয় করতে চাচ্ছে স্যামসাং। ভয়েস এ্যাসিস্ট্যান্ট সেবায় বর্তমানে শীর্ষস্থানে রয়েছে এ্যাপলের সিরি। সিরি ছাড়াও এ্যামাজনের এ্যালেক্সা, মাইক্রোসফটের কর্টানা ও গুগলের গুগল এ্যাসিস্ট্যান্ট প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। নতুন বিক্সবি দিয়ে এই সেবাগুলোকেই টেক্কা দিতে যাচ্ছে স্যামসাং। স্যামসাং দাবি করছে, ‘অন্যান্য ভয়েস এ্যাসিস্ট্যান্ট সেবার থেকে বিক্সবি মৌলিকভাবে আলাদা।’ বিভিন্ন ভাষায় কাজ করতে পারে বর্তমানের ভয়েস এ্যাসিস্ট্যান্ট সেবাগুলো। সম্প্রতি সিরিকে চীনা শাংহাইনিজ শেখানোর কথা জানিয়েছে এ্যাপল। বর্তমানে ৩৬টি দেশে ব্যবহৃত ২১টি ভাষা জানে সিরি। সিরির পরেই ১৩টি দেশে ব্যবহৃত আটটি ভাষা জানে মাইক্রোসফটের কর্টানা। ২৯ মার্চ নিউইয়র্কে উন্মোচিত হবে গ্যালাক্সি এস৮। নতুন এ স্মার্টফোন নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। এবার ফোনটি উন্মোচিত হলে জানা যাবে আসলে তার কতটা সত্য। - আইটি ডটকম ডেস্ক
×