ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সূত্র ॥ ওয়াশিংটন পোস্ট

এলেন নাকাশিমা, এলিজাবেথ ডুয়োস্কিন ডেভলিন ব্যারেট

প্রকাশিত: ০৬:২২, ২৫ মার্চ ২০১৭

এলেন নাকাশিমা, এলিজাবেথ ডুয়োস্কিন ডেভলিন ব্যারেট

অবিশ্বাস্য গতির ওয়াইফাই জোনে আমেরিকার গবেষকরা যুক্তরাজ্যের বর্তমান বাজারের চেয়ে ৪০০ গুণ দ্রুত গতির ওয়াইফাই তৈরি করেছে গবেষক দল। এন্ডোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষকদের তৈরি এ ওয়াইফাই দিয়ে সেকেন্ডে ৪২ গিগাবিট ডেটা ডাউনলোড করা যেতে পারে। সাধারণ ওয়াইফাইয়ের চেয়ে ভিন্ন এ প্রযুক্তিতে ডিভাইসে ডেটা পাঠাতে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করা হয়েছে বলে জানায়, ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। দ্রুত গতির এ ওয়াইফাই দিয়ে সেকেন্ডে ৬০টি মুভি ডাউনলোড করা যেতে পারে। নতুন এ প্রযুক্তি জটিল কিছু নয়। এ প্রযুক্তিতে কয়েকটি এ্যান্টেনা বাতি থেকে ডিভাইসে আলোর রশ্মি দিয়ে ডেটা পাঠানো হবে। এ এ্যান্টেনাগুলো ঘরেরে সিলিংয়ে লাগিয়ে রাখা যেতে পারে বলে জানানো হয়। ডিভাইসটিতে নড়াচড়া করে এমন কোন যন্ত্র না থাকায় এতে তদারকির কোন ঝামেলা নেই। আর এতে বাড়তি কোন শক্তিরও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। ভবিষ্যত প্রজন্মের এ নেটওয়ার্ক সিস্টেম রেডিও সিগনালের মাধ্যমে প্রতিটি ডিভাইসের অবস্থান নির্ণয় করে। প্রতিটি ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন তরঙ্গ ব্যবহার করা হয়েছে এতে। ফলে এতে ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও গতি কমবে না। এই প্রকল্পের জন্য আগের সপ্তাহেই ডক্টরেট ডিগ্রী পেয়েছেন ড. জোয়েন ওহ। এই নেটওয়ার্কে ২.৫ মিটার দূরত্বেও সেকেন্ডে ৪২.৮ গিগাবিট গতি পেয়েছেন তিনি। -আইটি ডটকম ডেস্ক
×