ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান

অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশিত: ০৬:০০, ২১ মার্চ ২০১৭

অষ্টম শ্রেণির বিজ্ঞান

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স (পূর্ব প্রকাশের পর) ৮১। কোন পর্বের বহু প্রাণি স্যাঁতসেঁতে মাটিতে বাস করে? -অ্যানেলিডা। ৮২। অ্যানেলিডা পর্বের ১ টি প্রাণীর নাম লিখ। -কেঁচো । ৮৩। আথ্রোপোডা পর্বের প্রাণির মাথায় কয় জোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে? -একজোড়া। ৮৪। আথ্রোপোডা পর্বের প্রাণিদের দেহের রক্তপূর্ণ গহ্বর কী নামে পরিচিত? -হিমোসিল। ৮৫। কোন পর্বের বহু প্রজাতি অন্তঃ ও বহিঃ পরজীবী হিসেবে বাস করে? -আথ্রোপোডা। ৮৬। কী অ্যানিলিডা পর্বের প্রাণির চলাচলে সহায়তা করে? -সিটা। ৮৭। কোন পর্বের প্রাণিদের দেহ নলাকার ও খন্ডায়িত? -অ্যানেলিডা। ৮৮। কোন পর্বের প্রাণির দেহ শক্ত কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত? -আথ্রোপোডা। ৮৯। কোন পর্বের প্রাণির দেহ খন্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান? -আথ্রোপোডা। ৯০। কোন পর্বের প্রাণির মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে? -আথ্রোপোডা। ৯১। কোন পর্বের প্রাণিরা সকল পরিবেশে বাস করে? -মলাস্কা। ৯২। তারামাছ ও সমুদ্র শশা কোন পর্বের প্রাণি? -একইনোডারমাটা। ৯৩। কোন পর্বের প্রাণির দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত? -একাইনোডারমাটা। ৯৪। কোন পর্বের প্রাণিরা ফুসফুস ও ফুলকার সাহায্যে শ্বসনকার্য চালায়? -মলাস্কা। ৯৫। কোন পর্বের প্রাণির দেহত্বক কাঁটাযুক্ত? -একাইনোডারমাটা। ৯৬। শামুক ও ঝিনুক কী দিয়ে চলাচল করে? -পেশিবহুল পা দিয়ে। ৯৭। শামুক ও ঝিনুক কোন পর্বের প্রাণি? -মলাস্কা। ৯৮। কোন পর্বের প্রাণিদের দেহ নরম? -মলাস্কা। ৯৯। তারামাছ কীসের সাহায্যে চলাচল করে? -নালী পদের সাহায্যে। ১০০। কোন পর্বের প্রাণিদের পানি সংবহনতন্ত্র থাকে? -একাইনোডারমাটা। ১০১। কোন পর্বের প্রাণিদের নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে? -মলাস্কা। ১০২। কোন পর্বের সকল প্রাণি সামুদ্রিক? -একাইনোডারমাটা। ১০৩। কোন পর্বের কিছু কিছু প্রজাতি পাহাড় অঞ্চলে, বনেজঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে? -মলাস্কা। ১০৪। পূর্ণাঙ্গ প্রাণিতে মাথা, অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় না? -একাইনোডারমাটা। ১০৫। কোন পর্বের প্রাণিরা সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে? -মলাস্কা। ১০৬। কোন পর্বের প্রাণিদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ? -মলাস্কা। ১০৭। কোন পর্বের প্রাণিদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না? -একাইনোডারমাটা। ১০৮। কোন পর্বের অধিকাংশ প্রাণি মুক্তজীবী? -একাইনোডারমাটা। পাঠ : ৬ Ñ ৮ ১০৯। কোন পর্বের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে? -কর্ডাটা। ১১০। কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে? -তিনটি। ১১১। কর্ডাটা পর্বের কয়টি উপপর্ব আছে? -৩টি। ১১২। কোন উপপর্বের প্রাণিরা মেরুদন্ডী প্রাণি হিসেবে পরিচিত? -ভার্টিব্রাটা। ১১৩। কোন পর্বের প্রাণিরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে? -কর্ডাটা। ১১৪। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদন্ডী প্রাণিদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে? -৭ টি। ১১৫। কোন কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে? -জলচর কর্ডাটাদের। ১১৬। কোন পর্বের বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর জীবনযাপন করে? -কর্ডাটা। ১১৭। কর্ডাটা পর্বের কোন উপপর্বের প্রাণিদের দেখতে মাছের মতো? -সেফালোকর্ডাটা। ১১৮। অ্যাসিডিয়া কর্ডাটা পর্বের কোন উপপর্বের উদাহরণ? -ইউরোকর্ডাটা। ১১৯। কোন পর্বের বহু প্রাণি বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণির দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে? -কর্ডাটা। ১২০। ব্রাঙ্কিওস্টোমা কর্ডাটা পর্বের কোন উপপর্বের উদাহরণ? -সেফালোকর্ডাটা। চলবে...
×