ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু নির্র্যাতনের প্রতিবাদ মিছিলে হামলা

প্রকাশিত: ০৩:৪৯, ২০ মার্চ ২০১৭

শিশু নির্র্যাতনের প্রতিবাদ মিছিলে হামলা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯মার্চ ॥ একের পর এক শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ, জড়িত নরপশুদের মৃত্যুদ- এবং বখাটেদের উপদ্রব বন্ধের দাবিতে রবিবার দুপুরে শহরে বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে প্রকাশ্য হামলার ঘটনা ঘটেছে। চিহ্নিত বখাটেদের হামলায় আহত হয় অন্তত ৫ জন। এ সময় বখাটেরা ১টি ল্যাপটপ ছিনিয়ে নেয়। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন প্রধান সড়কের দুর্জয় স্মৃতি সৌধের সম্মুখে ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্সের (এনসিটিএফ) ব্যানারে এবং সাদিয়া মুমিন চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল মানববন্ধন কর্মসূচী শুরু হয়। এতে অংশ নেয় ট্রাস্কফোর্সের সদস্য, ‘সন্ধান’ হবিগঞ্জ নের্তৃবৃন্দসহ সাধারণ মানুষ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচী চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আন্তর্র্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা গঠিত জেলা সাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন, জিয়া উদ্দিন দুলাল, বাপা কেন্দ্রীয় নেতা তোফাজ্জল সোহেল, মীর জান্নাত তাহসীন, মাহবুবুর রহমান হাসান, শাহ তানজীন আবছার, মোবাশ্বিরুল হক রাজ, শরীফ উদ্দিন, আমির হামজা, মিজানুর রহমান আরিফ, শেখ উসমান গনি রুমী প্রমুখ। সম্প্রতি হবিগঞ্জের পৈল এলাকায় পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণের দায়ে আটক ধর্ষক মিজানের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে সারাদেশে এমন ঘটনার সঙ্গে জড়িত নরপশুদের দ্রুত বিচার আইনে মামলায় অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান বক্তারা।
×