ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৪৮, ২০ মার্চ ২০১৭

টুকরো খবর

গোপালগঞ্জে দুই ছাত্রীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৯ মার্চ ॥ গোপালগঞ্জে দুই স্কুলছাত্রী খালা ও ভাগ্নি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে শহরের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে। একজন নড়াইল জেলার নড়াগাতী থানার মঙ্গলপুর গ্রামের চৈতী আফরিন তমা। সে গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। অন্যজন গোপালগঞ্জ সদর উপজেলার চর বড়ফা গ্রামের জাকিয়া সুলতানা শ্রাবণী। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তারা একসঙ্গেই দু’জন স্কুলে যাতায়াত করত। তমার মামাত বোন ফাতেমা খানম জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা দু’জনে একসঙ্গে স্কুল থেকে বাসায় ফেরে। এরপর তারা রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যায় তাদের প্রাইভেট শিক্ষক পড়াতে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকির একপর্যায়ে সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাদের দু’জনকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন। তিন পাহাড়ী সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হাটহাজারী এলাকা থেকে ৩ পাহাড়ী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব সেভেন সদস্যরা। শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হলেও ব্যাপক জিজ্ঞাসাবাদের পর র‌্যাবের পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে অস্ত্র ব্যবসার সঙ্গে তারা জড়িত। গ্রেফতারকৃত এসব সন্ত্রাসীদের কাছ থেকে ১১ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার দিকে র‌্যাব সেভেনের একটি দল হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযানের উদ্দেশ্যে। এ সময় সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালাচ্ছিল অভিযানে থাকা দলটি। বিকেল সাড়ে ৪টার দিকে একটি কালো রঙের মাইক্রোবাসকে চেকপোস্টে থামানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৩ জন পালিয়ে যাবার চেষ্টা করলেও ধন বিকাশ চাকমা, প্রেমরঞ্জন চামকা ও রুবেল বাবু তঞ্চঙ্গ্যাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১ লাখ ১০ হাজার ৪৫০ টাকা। খাল খনন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৯ মার্চ ॥ বোয়ালমারী উপজেলার টোংরাইল গ্রামের ব্যক্তি মালিকানাধীন ফসলী জমিতে খাল খনন চেষ্টার প্রতিবাদে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছে কৃষাণ-কৃষাণীরা। রবিবার সকালে উপজেলার টোংরাইল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অংশগ্রহণের অনুষ্ঠিত মানববন্ধনে কৃষক পরিবারের কয়েকশত মানুষ অংশ নেয়। মানববন্ধনকারীরা জানায়, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের জমি অধিগ্রহণ বা কৃষকদের সঙ্গে কোন ধরনের আলোচনা ছাড়াই ফসলী জমিতে খাল খনন কাজ শুরু করে পানি গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। প্রথমে মৌখিকভাবে খাল খননে এলাকাবাসী বাধা দিলেও খাল খনন কাজ বন্ধ না করায় ক্ষতিগ্রস্তদের পক্ষে কৃষক হাবিবার রহমান শেখ আদালতে মামলা করে। আদালত ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খনন না করার নির্দেশ দিলে খাল খনন বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবি, আদালতের নির্দেশ অমান্য করে যে কোন মুহূর্তে পুনরায় খাল খনন কাজ শুরু করা হতে পারে বলে শংকা প্রকাশ করেন এলাকাবাসী। দুই যুবকের জেল স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় পর্নোগ্রাফি ছড়ানো এবং ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির দায়ে দুই যুবককে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার কচুয়া উপজেলার গজালিয়া বাজারে অভিযান চালিয়ে এ দ- দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন। এসময় অশ্লীল ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখা কম্পিউটারের একটি সিপিইউ জব্দ করা হয়। দ-প্রাপ্তরা হলো উপজেলার গজালিয়া ইউনিয়নের মাদারতলা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মুক্তাদি হোসেন (২২) ও গজালিয়া গ্রামের এমদাদ শেখের ছেলে শাওন শেখ বিএনপি নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কচির বাড়ি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায়। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি রেদোয়ানুল হক জানান, কচির বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। শিবির সভাপতি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৯ মার্চ ॥ রবিবার সকালে হাতীবান্ধা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাসানুল হক বান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, হাতীবান্ধা থানায় নাশকতার একাধিক মামলায় দীর্ঘদিন থেকে পলাতক আসামি বান্নাকে পুলিশের একটি দল গ্রেফতার করে। মাগুরায় অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৯ মার্চ ॥ মহম্মদপুরে অগ্নিকা-ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। শনিবার গভীর রাতে একটি পাট গুদাম, সেনেটারি দোকানসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। বরিশালে ছাত্রলীগ সভাপতি আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বাপ্পীকে আটক করেছে পুলিশ। কলেজ অধ্যক্ষকে শাসানোসহ একাধিক অভিযাগে শনিবার রাত সাড়ে ১০টায় তাকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আতাউর রহমান জানান, বাপ্পীর বিরুদ্ধে কলেজ অধ্যক্ষ শচিন কুমার রায়কে প্রকাশ্যে শাসানোসহ একাধিক অভিযোগ রয়েছে।
×